নিদহাস ট্রফির দলে যোগ দিচ্ছেন সাকিব
আঙুলের চোট থেকে সেরে উঠায় নিদহাস ট্রফিতেই বাংলাদেশ দলে যোগ দিচ্ছেন সাকিব আল হাসান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি এই খবর জানিয়েছে।
বিসিবি জানায়, দলের সঙ্গে যোগ দিতে আজ (বৃহস্পতিবার) বিকেলে কলম্বোয় উড়ে যাবেন টেস্ট ও টি-টোয়েন্টি দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান।
গত ২৭ জানিয়ারি ঘরের মাঠে ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্টের ফাইনালে বাম হাতের কনিষ্ঠা আঙুলে চোট পান সাকিব। সেই চোট এতই গুরুতর হয়ে যায় যে, পরে খেলতে পারেননি টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ। শ্রীলঙ্কায় নিদহাস কাপের দলে শুরুতে তাকে অধিনায়ক করেই দল ঘোষণা করা হয়। কিন্তু ব্যথা না কমায় তাকে বাদ দিয়ে ফের দল দেওয়া হয়।
দল থেকে ছিটকে যাওয়ার পর শ্রীলঙ্কা হয়েই অস্টেলিয়ায় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে যান সাকিব। মেলবোর্নে বিশেষজ্ঞ ডেভিড হয়ের কাছ থেকে সুখবর নিয়ে ফেরেন তিনি। দেশে ফেরার পর শুরু করেন ব্যাট বলের অনুশীলন। গত সোমবার বিসিবির চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী জানিয়েছিলেন, ‘ওখানে পরীক্ষা নিরীক্ষার পর উনি সিদ্ধান্ত নেন বড় কোন ইন্টারভেনশনে এই মুহূর্তে প্রয়োজন নেই। উনি প্রদাহবিরোধী একটি ইনজেকশন পুশ করেন। এই ওষুধটা ধীরে ধীরে কার্যকর হবে। যদি ওষুধটা কার্যকরী হয় ৭-১০ দিনের মধ্যে সে পুরোপুরি স্পোর্টিং অ্যাকটিভিটিতে ফিরতে পারবে।’
জানা গেছে, সাকিবের ইনজুরির অবস্থা দ্রুত উন্নতি হওয়ায় তাকে দলে যুক্ত করা হচ্ছে। নিদহাস ট্রফিতে প্রাথমিক পর্বে বাংলাদেশের খেলা আছে আর একটাই। ১৬ মার্চ স্বাগতিকদের বিপক্ষে সেই ম্যাচটি আবার হয়ে দাঁড়িয়েছে সেমিফাইনাল। বুধবার বাংলাদেশকে হারিয়ে ফাইনালে উঠে বসে আছে ভারত। টুর্নামেন্টে দলের সম্ভাবনার কথা বিবেচনা করেই ফিরেছেন সাকিব।
Comments