কাঠমান্ডু থেকে ঢাকায় আনা হচ্ছে শাহরিনকে

নেপালে বিমান বিধ্বস্ত
ছবির সৌজন্য: দ্য কাঠমান্ডু পোস্ট/এশিয়া নিউজ নেটওয়ার্ক

নেপালের কাঠমান্ডুতে ইউএস বাংলার উড়োজাহাজ দুর্ঘটনায় আহত বাংলাদেশি ১০ জনের মধ্যে প্রথম শাহরিন আহমেদকে আজ ঢাকায় ফিরিয়ে আনা হচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকায় ফিরবেন।

বিমানের জনসংযোগ বিভাগের জেনারেল ম্যানেজার শাকিল মেরাজ আজ দ্য ডেইলি স্টারকে বলেন, শাহরিন যে ফ্লাইটে ফেরার কথা রয়েছে সেটি আজ বিকাল সোয়া ৩টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে।

ইউএনবির খবরে জানানো হয়, দুর্ঘটনা কবলিত উড়োজাহাজটির আরও তিন জনকে খুব শিগগিরই কাঠমান্ডু থেকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানানো হয়, মেহেদি হাসান, সৈয়দা কামরুন্নাহার স্বর্ণা ও আলমুন নাহার অ্যানি তাদের স্বজনদের সাথে দেশে ফিরবেন। আর আহত অপর দুজন ইয়াকুব আলী ও ইমরান কবির হাসিকে চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাওয়া হবে।

নেপাল কর্তৃপক্ষ ইতিমধ্যেই তাদের সবার নামে অনাপত্তি পত্র দিয়েছে।

অন্যদিকে আহত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার মো. রেজওয়ানুল হককে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। এই দুর্ঘটনায় তার স্ত্রী নিহত হয়েছেন।

ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের জেনারেল ম্যানেজার রাজকুমার ছেত্রি দ্য ডেইলি স্টারকে জানান, গত রাতেই রেজওয়ানুলকে কাঠমান্ডু থেকে সিঙ্গাপুরের উদ্দেশে পাঠানো হয়েছে।

গত সোমবার ঢাকা থেকে কাঠমান্ডুগামী ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস২১১ ফ্লাইট অবতরণের সময় বিমানবন্দরের পাশে বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত উড়োজাহাজটিতে থাকা ৭১ জনের মধ্যে ৫১ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে অন্তত ২৬ জন বাংলাদেশি।

Comments

The Daily Star  | English

Yunus promises election on time

Chief Adviser Prof Muhammad Yunus yesterday reaffirmed his commitment to holding the 13th national election in the first half of February next year.

8h ago