‘ইউএস-বাংলা উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনা তদন্তে ১ বছর লাগতে পারে’

Wreckage of a US-Bangla airplane crash
নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিধ্বস্ত উড়োজাহাজের ধ্বংসাবশেষ। ছবি: রয়টার্স

নেপালের রাজধানী কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনাটি তদন্ত করতে এক বছরের মতো সময় লেগে যেতে পারে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বেবিচক এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম নাইম হাসান তাঁর কার্যালয়ে আজ (১৫ মার্চ) সাংবাদিকদের জানান, “এ ধরনের বিমান দুর্ঘটনার তদন্তের কাজ শেষ করতে সাধারণত এক বছর বা এরও বেশি সময় লেগে থাকে।”

মৃতদের সনাক্ত করার কাজ চলছে এবং মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে বলেও তিনি উল্লেখ করেন।

গত ১২ মার্চ ৭১ জন যাত্রী ও ক্রু নিয়ে বিডি ৮কিউ-৪০০ কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে নামার সময় বিধ্বস্ত হলে অন্তত ৫১ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ২৮ জন বাংলাদেশি।

নিহতদের স্মরণে বাংলাদেশে আজ (১৫ মার্চ) রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। এ সময় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

আগামীকাল (১৬ মার্চ) ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হবে। ইতোমধ্যে, আহতদের চিকিৎসা সেবা দেওয়ার জন্যে একটি চিকিৎসক দল ঢাকা থেকে কাঠমান্ডু গিয়েছে।

দুর্ঘটনার পর ইউএস-বাংলা এয়ারলাইনস তাদের ঢাকা-কাঠমান্ডু উড়োজাহাজ চলাচল অনির্দিষ্টকালের জন্যে বন্ধ রেখেছে।

Comments

The Daily Star  | English

'Our task is to tell the truth in transparent, compelling way'

Says CA’s press secretary on Trump’s comment on Bangladesh

1h ago