গ্যালারিতে বাংলাদেশি দর্শকদের মারধরের অভিযোগ!
উত্তেজনা আর নাটকীয়তায় ঠাসা ম্যাচ শেষে বাংলাদেশি কজন দর্শকের উপর শ্রীলঙ্কান দর্শকদের মারধরের অভিযোগ উঠেছে। টাইগার সেজে বাংলাদেশের হয়ে গলা ফাটানো শোয়েব আলি ও বাংলাদেশ দলের সাপোর্ট স্টাফ বুলু চন্দ্র ঘোষ এমন অভিযোগ করেছেন।
তাদের অভিযোগ করা একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে দেখা যায় বুলু ও শোয়েব অভিযোগ করছেন, পুলিশের সামনেই মারধোর করা হয়েছে তাদের।
ভিডিও কার্টেসি: বিডিক্রিকটাইম
জানা যায়, ম্যাচ শেষে বাংলাদেশের ড্রেসিং রুমের কাছাকাছি গ্যালারিতে ছিলেন বুলু ও শোয়েব। সেখানে উপস্থিত ছিল শ্রীলঙ্কান পুলিশও। তাদের উপস্থিতির পরও কিছু উশৃঙ্খল দর্শকের আক্রমণের শিকার হন তারা।
বাংলাদেশের খেলা হলে গ্যালারিতে পরিচিত মুখ শোয়েব। যিনি "টাইগার শোয়েব" হিসেবে পরিচিত। আর টাইগার ক্রিকেটারদের চা বানিয়ে খাওয়ান বুলু। এবার মাথায় পতাকা বেঁধে বুলুও ছিলেন গ্যালারিতে।
মারধরের বিষয়ে শোয়েব আলি বলেন, "যখন দেখলাম এই জায়গা নিরাপদ না তখন আমি পুলিশের মাঝখানে গেলাম। সেখানেই আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। আমার কষ্টটা এখানে, পুলিশ চেয়ে চেয়ে দেখল কিছু করল না।" বুলুর অভিযোগ, "পুলিশের সামনে মারছে আমারে।"
শুক্রবার অলিখিত সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়ে ফাইনালে উঠে বাংলাদেশ। শেষ ওভারে উত্তেজনার পারদ চরমে পৌঁছায়। একটি নো বল দেওয়া, না দেওয়া নিয়ে আম্পায়ার ও দুদলের খেলোয়াড়রা বিক বিতণ্ডায় ঝড়ায়। ম্যাচ ছেড়ে বেরিয়ে আসতেও উদ্যত হয় বাংলাদেশ। পরে পরিস্থিতি শান্ত হলে শুরু হয় খেলা। তাতে ছক্কা মেরে দলকে জেতান মাহমুদউল্লাহ রিয়াদ। মাঠের উত্তেজনার আঁচ তখন গ্যালারিতে গিয়েও পড়ে।
Comments