নাটকীয় ম্যাচে সাকিব ও সোহানের শাস্তি
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে শেষ ওভারের নাটকীয় ঘটনার জেরে শাস্তি পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান ও সাইড বেঞ্চের খেলোয়াড় নুরুল হাসান সোহান। এই দুজনের ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি। একটি করে ডিমেরিট পয়েন্টও পেয়েছেন তারা।
সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, আচরণবিধি লঙ্ঘন করায় সাজা পেলেন তারা। ম্যাচের স্পিরিটের বাইরে গিয়ে খেলে ছেড়ে বের হয়ে আসতে বলায় শাস্তি পেয়েছেন অধিনায়ক সাকিব।
আর থিসারা পেরেরার সঙ্গে তর্কে জড়ানো এবং আঙুল তাক করায় একাদশের বাইরে থেকেও সাজা পেয়েছেন সোহান।
শনিবার সকালে ম্যাচ রেফারি ক্রিস ব্রডের সিদ্ধান্ত সাকিব ও সোহান মেনে নিলে আর শুনানির দরকার হয়নি। শাস্তি দিয়ে ব্রড জানান, 'যেকোনো পর্যায়ের ক্রিকেটে খেলোয়াড়দের এই ধরনের আচরণ প্রত্যাশিত নয়। যদি চতুর্থ আম্পায়ার সাকিব ও তীব্র প্রতিবাদ করা ফিল্ডারদের না থামাতেন আর মাঠের আম্পায়াররা নুরুল ও থিসারার ব্যাপারে হস্তক্ষেপ না করতেন তাহলে পরিস্থিতি আরও খারাপ হতে পারত।'
শুক্রবার অলিখিত সেমিফাইনালে পরিণত হওয়া ম্যাচে শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারায় বাংলাদেশ। উত্তেজনা আর নাটকীয়তায় ঠাসা ম্যাচের শেষ ওভার আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে তর্কে জড়ায় বাংলাদেশ। এক পর্যায়ে গণ্ডগোল বেধে যায় লঙ্কান খেলোয়াড়দের সাথেও। 'নো' বল দেওয়া, না দেওয়া নিয়ে সেই তর্কের জেরে ম্যাচ বয়কট করে বের হয়ে আসতেও উদ্যত হয় বাংলাদেশ। পরে পরিস্থিতি শান্ত হলে শুরু হয় খেলা। যাতে ছক্কা মেরে দলকে ফাইনালে তোলে নায়ক বনে যান মাহমুদউল্লাহ রিয়াদ।
শনিবার সকালে সাকিব ও সোহান দুজনেই ম্যাচ রেফারি ক্রিস ব্রডের সিদ্ধান্ত মেনে নিলে আর শুনানির প্রয়োজন হয়নি।
রবিবার নিদহাস কাপের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।
Comments