ভারতের যে চারজন নিয়ে পরিকল্পনার কথা বললেন মাশরাফি
শ্রীলঙ্কাকে হারিয়ে নিদহাস কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। প্রথমবারের মতো কোন ত্রিদেশীয় টুর্নামেন্টের শিরোপা জিততে দরকার একটি মাত্র জয়। ফাইনালের প্রতিপক্ষ ভারতের কাছে টুর্নামেন্টের দুই দেখাতেই হেরেছে বাংলাদেশ। এবার চূড়ান্ত লড়াইয়ে জিততে প্রতিপক্ষের বিশেষ চারজন নিয়ে পরিকল্পনার কথা বললেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
টুর্নামেন্টের প্রথম দেখায় শিখর ধাওয়ানের ৯০ রানের ইনিংসে ম্যাচ পকেটে পুরে ভারত। পরের দেখায় ৮৯ রানের ইনিংস খেলে বাংলাদেশকে হতাশায় পোড়ান রোহিত শর্মা। বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনিরা না থাকায় এই দুজনই ভারতের মূল ভরসা। মাশরাফির মতে এই দুজনকে দ্রুত ফেরাতে পারলে ম্যাচ থাকবে বাংলাদেশের হাতে, ‘ওখানে যারা কোচ আছে, সিনিয়র প্লেয়ার আছে সবাই নিশ্চয়ই একটা পরিকল্পনা করবে। আমার কাছে মনে হয় রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান- এই দুইটা উইকেট যদি আমরা তাড়াতাড়ি নিতে পারি। তাহলে ম্যাচটা আমাদের হাতে থাকবে।’
ব্যাটিংয়ে যেমন রোহিত-ধাওয়ান। বোলিংয়ে বাংলাদেশকে দুই ম্যাচেই ভুগিয়েছেন লেগ স্পিনার যুজবেন্দ্র চেহেল ও অফ স্পিনার ওয়াশিংটন সুন্দর। টের পেতে দেননি কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, জাস্টপ্রিন্ত বোমরাহদের অভাব। ফাইনাল জিততে এই দুজনকেও সামলাতে হবে ব্যাটসম্যানদের, ‘একই সঙ্গে চেহেল ও ওয়াশিংটনকে ঠিকভাবে সামলানোটাও ম্যাটার করবে। এই চারজন প্লেয়ার নিয়ে পরিকল্পনা করলে আমাদের দিকে ম্যাচটা আসতে পারে।’
Comments