সিলেটে বজ্রপাতে সৃষ্ট আগুনে পুড়ে প্রাণ গেল ৫ জনের
সিলেটের গোলাপগঞ্জে আজ ভোরে বজ্রপাতে সৃষ্ট অগ্নিকাণ্ডে পাঁচ জন নিহত হয়েছেন। গ্যাসের লাইনে বজ্রপাতের পর আগুন ধরে গেলে তারা দগ্ধ হয়ে মারা যান।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক শিবলি জানান, সকালে লক্ষ্মণবান্ধা ক্লাব বাজারের লাইলুমিয়া কলোনিতে একটি বাড়িতে গ্যাসের সংযোগ লাইনে বজ্রপাতের পর সেখানে আগুন ধরে যায়। এই আগুন পুরো বাড়িটিতেই ছড়িয়ে পড়ে।
নিহতদের পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
ওসি আরও জানান, নিহত পাঁচ জন একই ঘরে ঘুমাচ্ছিলেন। ঘটনাস্থলেই তারা সবাই মারা গেছেন। এতে আরও দুজন আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাদের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
Comments