কাঠমান্ডুতে জানাজা সম্পন্ন, দেশে ফিরেছে ২৩ লাশ
ইউএস-বাংলার উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত বাংলাদেশি ২৩ জনের জানাজা কাঠমান্ডুতে সম্পন্ন হয়েছে। লাশগুলো আজ দেশে ফিরিয়ে আনা হবে।
নিহত ২৩ বাংলাদেশির পরিচয় নিশ্চিত হওয়ার পর লাশগুলো আজ কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসে নেওয়া হয়। সেখানেই সকাল ৯টা থেকে ১০টার মধ্যে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। দূতাবাসের একজন কর্মকর্তা আজ দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন।
ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের জেনারেল ম্যানেজার রাজকুমার ছেত্রি দ্য ডেইলি স্টারকে বলেন, আজ দিনের পরবর্তী সময়ে ইউএস-বাংলা ও বাংলাদেশ বিমানবাহিনীর দুটি পৃথক ফ্লাইটে লাশগুলো ঢাকায় নিয়ে আসা হবে।
তার দেওয়া তথ্য অনুযায়ী, আজ দুপুর ১টা ৩৫ মিনিটে উড়োজাহাজ দুটি কাঠমান্ডুতে পৌঁছাবে। কাঠমান্ডুতে থাকা নিহতদের স্বজনদেরও এই ফ্লাইটে ফিরিয়ে আনা হবে।
এদিকে বাংলাদেশের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে দেওয়া এক বার্তায় বলা হয়েছে, নিহতদের লাশ আজ ৩টায় ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরবে। সেখান থেকে জানাজার জন্য লাশগুলো বিকাল ৪টায় আর্মি স্টেডিয়ামে নেওয়া হবে।
গত ১২ মার্চ ঢাকা থেকে ৭১ জন আরোহী নিয়ে ইউএস-বাংলার ফ্লাইট বিএস২১১ কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় নিহত ৫১ জনের মধ্যে ২৮ জন বাংলাদেশি নাগরিক।
Comments