আমাকে সবাই ক্ষমা করে দিবেন: রুবেল

প্রথম তিন ওভারে মাত্র ১৩ রান দিয়েছিলেন রুবেল হোসেন। নিয়েছিলেন গুরুত্বপূর্ণ ২ উইকেট। কিন্তু ১৯তম ওভারে এসে দিয়ে দেন ২২ রান। প্রায় জেতার কাছ থেকে ছিটকে যায় বাংলাদেশ। ওই খরুচে ওভার নিয়ে রুবেল নিজেও সান্ত্বনা খুঁজে পাচ্ছেন না। দেশে ফিরে সবার কাছে ক্ষমা চেয়েছেন তিনি।
Rubel Hossain
প্রথম তিন ওভারে ১৩ রান দিয়ে ২ উইকেট নেন রুবেল কিন্তু শেষ ওভারে দিয়ে দেন ২২ রান। ছবি: এএফপি

প্রথম তিন ওভারে মাত্র ১৩ রান দিয়েছিলেন রুবেল হোসেন। নিয়েছিলেন গুরুত্বপূর্ণ ২ উইকেট। কিন্তু ১৯তম ওভারে এসে দিয়ে দেন ২২ রান। প্রায় জেতার কাছ থেকে ছিটকে যায় বাংলাদেশ। ওই খরুচে ওভার নিয়ে রুবেল নিজেও সান্ত্বনা খুঁজে পাচ্ছেন না। দেশে ফিরে সবার কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

শেষ ৩ ওভারে ভারত দরকার ছিল ৩৫ রান। ১৮তম ওভারে বল করতে এসে দারুণভাবে বাংলাদেশকে এগিয়ে নেন মোস্তাফিজুর রহমান। মোহনীয় সব কাটারে একের পর এক ডট বল দিয়ে আউট করেন মানিষ পান্ডেকে। ওই ওভারে একটি মাত্র রান আসে লেগ বাই থেকে। দুই ওভারে ৩৪ রানের সমীকরণে ম্যাচ হাতের মুঠোয় চলে এসেছিল বাংলাদেশে। ওই সময় দিনেশ কার্তিক নেমে সব তছনছ করে দেন।

রুবেলের প্রথম বলটা ছিল লো ফুলটস। অসামান্য দক্ষতায় ছক্কা মেরে দেন কার্তিক। পরে জায়গা বের করে কব্জির কাজ দেখিয়ে মারেন ছক্কা-চার। ভড়কে যাওয়া রুবেল তখন অসহায়। ওই ওভারের জন্য অধিনায়ক সাকিব আল হাসান রুবেলকে দোষ না দিলেও রুবেল নিজেকে ভাবছেন অপরাধী। চাইলেন দেশবাসীর কাছে ক্ষমা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের পেজে রুবেল লিখেছেন, ‘ম্যাচ শেষ হওয়ার পর থেকেই খুব খারাপ লাগছে। সত্যি বলতে আমি কখনোই ভাবিনি আমার কারণে বাংলাদেশ দল জয়ের এত কাছে এসেও ম্যাচ থেকে এভাবে ছিটকে যাবে। সবার কাছে আমি ক্ষমাপ্রার্থী। আমাকে ক্ষমা করে দিয়েন সবাই।‘

রোববার শেষ বলে ছক্কা মেরে বাংলাদেশের হৃদয় ভেঙে ৪ উইকেটের জয় ছিনিয়ে নিয়েছেন কার্তিক। এই নিয়ে পাঁচবার ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি বাংলাদেশ।

Comments

The Daily Star  | English

Fire breaks out on LPG tanker at Kutubdia anchorage

31 people, including 18 crew comprising nine Bangladeshis, eight Indonesians, and one Indian, were rescued

41m ago