থিসারাকে কেন আঙুল তুলেছিলেন, জানালেন সোহান

Nurul Hasan Sohan
থিসারা পেরেরার সঙ্গে বেধে যায় নুরুল হাসান সোহানের। ছবি: এএফপি

শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে উঠার ম্যাচে শেষ ওভারের উত্তেজনায় একাদশে না থেকেও জড়িয়ে গিয়েছিলেন নুরুল হাসান সোহান। লঙ্কান অধিনায়ক থিসারা পেরেরার দিকে তার আঙুল তোলার ছবি ঘুরছে অনলাইনে। বিতর্কে জড়িয়ে অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে শাস্তি হয় তারও। দেশে ফিরে জানিয়েছেন ওই ঘটনার বিস্তারিত।

শুক্রবার শ্রীলঙ্কাকে শেষ ওভারে গিয়ে ২ উইকেটে হারায় বাংলাদেশ। নো বল দেওয়া না দেওয়া নিয়ে এরআগে ছড়িয়ে পড়ে দলের উত্তেজনা। সাইড বেঞ্চ থেকে পানি নিয়ে মাঠে ঢুকে তাতে জড়িয়ে পড়েন সোহান। ফাইনালে ভারতের কাছে আরেকটি শ্বাসরুদ্ধকর ম্যাচে হেরে বিষণ্ণ বাংলাদেশ সোমবার সকালে ফিরেছে দেশে। সোহান জানিয়েছেন সেদিনের ঘটনা

‘মাঠে ঢুকে রিয়াদ ভাইয়ের সাথে কথা বলছিলাম, তো লেগ আম্পায়ারকে জিজ্ঞেস করেছিলাম প্রথম বলটা বাউন্স দেয়া হয়েছি কিনা। তখন থিসারা এসে বলে তুমি কথা বলার কে, তুমি যাও, তোমার কথা বলা লাগবে না। আমি বলেছি তোমার সাথে আমি কথা বলছি না। তখন ও আমাকে গালি দিছে। আমি বলেছি এটা তোমার দেখার না।‘

Nurul Hasan Sohan
ফাইল ছবি
এই উইকেটকিপার ব্যাটসম্যান এতটাই চটে  গিয়েছিলেন যে ম্যাচ শেষেও থেকে যায় তার রেশ। ঝামেলায় জড়িয়ে পড়েন কুশল মেন্ডিসের সঙ্গেও। পরে সেদিনের ম্যাচের হিরো মাহমুদউল্লাহ রিয়াদ শান্ত করেন তাকে। পরিস্থিতির দাবিতে ওরকম মাথা গরম করে ফেলেছিলেন বলে অনুধাবন তার, ‘আমার হয়তবা চুপ থাকা উচিত ছিল। হিট অব দ্য মোমেন্টে  আমিও হয়তবা কথার জবাব দিয়েছি। এটাই ঘটনা।‘

Comments

The Daily Star  | English

CA approves draft Anti-Terrorism Ordinance

Draft includes provision to ban an entity's activities, restrict terrorism-related content online

18m ago