থিসারাকে কেন আঙুল তুলেছিলেন, জানালেন সোহান
শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে উঠার ম্যাচে শেষ ওভারের উত্তেজনায় একাদশে না থেকেও জড়িয়ে গিয়েছিলেন নুরুল হাসান সোহান। লঙ্কান অধিনায়ক থিসারা পেরেরার দিকে তার আঙুল তোলার ছবি ঘুরছে অনলাইনে। বিতর্কে জড়িয়ে অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে শাস্তি হয় তারও। দেশে ফিরে জানিয়েছেন ওই ঘটনার বিস্তারিত।
শুক্রবার শ্রীলঙ্কাকে শেষ ওভারে গিয়ে ২ উইকেটে হারায় বাংলাদেশ। নো বল দেওয়া না দেওয়া নিয়ে এরআগে ছড়িয়ে পড়ে দলের উত্তেজনা। সাইড বেঞ্চ থেকে পানি নিয়ে মাঠে ঢুকে তাতে জড়িয়ে পড়েন সোহান। ফাইনালে ভারতের কাছে আরেকটি শ্বাসরুদ্ধকর ম্যাচে হেরে বিষণ্ণ বাংলাদেশ সোমবার সকালে ফিরেছে দেশে। সোহান জানিয়েছেন সেদিনের ঘটনা
‘মাঠে ঢুকে রিয়াদ ভাইয়ের সাথে কথা বলছিলাম, তো লেগ আম্পায়ারকে জিজ্ঞেস করেছিলাম প্রথম বলটা বাউন্স দেয়া হয়েছি কিনা। তখন থিসারা এসে বলে তুমি কথা বলার কে, তুমি যাও, তোমার কথা বলা লাগবে না। আমি বলেছি তোমার সাথে আমি কথা বলছি না। তখন ও আমাকে গালি দিছে। আমি বলেছি এটা তোমার দেখার না।‘
Comments