‘ধনধান্য পুষ্প ভরা’ ৩টি আন্তর্জাতিক উৎসবে আমন্ত্রিত

বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত প্রথম প্রামাণ্য চলচ্চিত্র ‘ধনধান্য পুষ্প ভরা’ তিনটি আন্তর্জাতিক উৎসবে আমন্ত্রিত হয়েছে।
Dhono Dhanne Pushpe Bhora
‘ধনধান্য পুষ্প ভরা’ প্রামাণ্য চলচ্চিত্রের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত প্রথম প্রামাণ্য চলচ্চিত্র ‘ধনধান্য পুষ্প ভরা’ তিনটি আন্তর্জাতিক উৎসবে আমন্ত্রিত হয়েছে।

১৯৬০ এর দশকের বাঙালির মুক্তি সংগ্রাম, আগরতলা ষড়যন্ত্র মামলা এবং ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান নিয়ে ফরিদ আহমদ নির্মিত ‘ধনধান্য পুষ্প ভরা’ ভারতের দক্ষিণ এশীয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়ার উদ্যোগে এই উৎসবটি আগামী ৩০ মার্চ থেকে ৮ এপ্রিল কলকাতায় অনুষ্ঠিত হবে।

এই চলচ্চিত্রটি ইরাকের আল নাজ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও আমন্ত্রিত হয়েছে। উৎসবটি আগামী ১ থেকে ৫ এপ্রিল কারবালা শহরে অনুষ্ঠিত হবে।

এছাড়াও, ইতালির সান মাওরো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেমি ফাইনালিস্ট হিসেবে নির্বাচিত হয়েছে ‘ধনধান্য পুষ্প ভরা’।

প্রামাণ্য চলচ্চিত্রটি পরিচালনার পাশাপাশি গবেষণা ও চিত্রনাট্য লিখেছেন ফরিদ আহমদ।

Comments

The Daily Star  | English

‘Humanity must prevail’

Says UN as Israeli offensive in Gaza enters 12th month; Israeli attacks kill 61 in Gaza in 48 hours

17m ago