সন্ত্রাসীদের সাথে গুলিতে ডিবির পরিদর্শক নিহত

​রাজধানীতে সন্ত্রাসীদের সাথে গোলাগুলিতে গোয়েন্দা পুলিশের এক পরিদর্শক নিহত হয়েছেন। গত রাতে মিরপুরের পীরেরবাগ এলাকায় একটি বাড়িতে তল্লাশি অভিযানের সময় তিনি গুলিতে আহত হয়েছিলেন। আজ তিনি হাসপাতালে মারা যান।
পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক মো. জালাল উদ্দিন

রাজধানীতে সন্ত্রাসীদের সাথে গোলাগুলিতে গোয়েন্দা পুলিশের (ডিবি) এক পরিদর্শক নিহত হয়েছেন। গত রাতে মিরপুরের পীরেরবাগ এলাকায় একটি বাড়িতে তল্লাশি অভিযানের সময় তিনি গুলিতে আহত হয়েছিলেন। আজ তিনি হাসপাতালে মারা যান।

মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) দ্য ডেইলি স্টারকে বলেন, আহত মোহাম্মদ জালাল উদ্দিন আজ মধ্যরাতের পর স্কয়ার হাসপাতালে মারা গেছেন।

সন্ত্রাসীদের সাথে গুলির ঘটনার কিছুক্ষণ পর ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া সেখানে যান। তিনি বলেন, কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসীর কথা জানতে পেরে পুলিশ সেখানে যায়। অভিযান শুরু করার পর সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় পরিদর্শক জালালউদ্দিনের মাথায় গুলি লাগে।

সন্ত্রাসীরা গুলি করে বাড়িটির পেছনের দরজা দিয়ে পালিয়ে যায় বলে তিনি জানিয়েছেন।

Comments