শাহজালালে বিমানের জরুরি অবতরণ

দেশের অভ্যন্তরীণ রুটে চলাচলকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। নেপালে দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ জরুরি অবতরণের ঘটনাটি ঘটল।

দেশের অভ্যন্তরীণ রুটে চলাচলকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। নেপালে দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ জরুরি অবতরণের ঘটনাটি ঘটল।

বিমানবন্দরের কনট্রোল টাওয়ারের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য ডেইলি স্টারকে বলেন, আজ দুপুর ১২টা ২৮ মিনিটে বিমানের একটি ড্যাশ-৮ উড়োজাহাজ সৈয়দপুরের উদ্দেশে ঢাকা ছাড়ে। উড্ডয়নের ২২ মিনিটের মাথায় এটি আবার ঢাকায় ফিরে এসে জরুরি অবতরণ করে।

কারণ জানাতে গিয়ে তিনি বলেন, উড়োজাহাজটির ইঞ্জিনে চাপের সমস্যা হচ্ছিল। উড্ডয়নের পর এই গোলযোগ হলেও যাত্রীরা সবাই নিরাপদেই রয়েছেন।

এক সপ্তাহ আগেই ৭১ জন আরোহীসহ ঢাকা থেকে ছেড়ে যাওয়া ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি উড়োজাহাজ কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়ে ৫১ জন নিহত হন। নিহতদের মধ্যে ২৬ জন বাংলাদেশি নাগরিক।

Comments