বিজিবি প্রধান হলেন মেজর জেনারেল সাফিনুল ইসলাম
মেজর জেনারেল মোহাম্মদ সাফিনুল ইসলামকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ (২০ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক গেজেটে এ কথা জানানো হয়।
বিজিবি-র বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেনকে এই পদ থেকে সরিয়ে নেওয়ার ১২ দিন পর মেজর জেনারেল সাফিনুল ইসলামকে সেনাবাহিনী থেকে প্রেষণে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হলো।
মেজর জেনারেল সাফিনুল ২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন।
১৯৬৬ সালের ২ মার্চ জয়পুরহাটে জন্ম নেওয়া সাফিনুল বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ভর্তি হন ১৯৮৪ সালের ২৫ জুন। করপস অব ইনফ্যান্ট্রিতে তিনি কমিশনড হন ১৯৮৬ সালের ২৭ জুন।
তিনি রাজধানীর মিরপুরে অবস্থিত ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে স্নাতক এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিফেন্স স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
Comments