ওয়েস্ট ইন্ডিজে আগে টেস্ট, আফগানিস্তানের সঙ্গে সিরিজ চূড়ান্ত হয়নি
শ্রীলঙ্কায় নিদহাস কাপের ফাইনালে আরেকটি হৃদয়ভাঙা হারের পর মাস দুয়েক খেলা নেই বাংলাদেশ জাতীয় দলের। ক্রিকেটাররা ব্যস্ত ঘরোয়া ক্রিকেটে। বাংলাদেশের পরের সিরিজ ওয়েস্ট ইন্ডিজে। তার আগে ভারতে আফগানিস্তানের বিপক্ষে একটি ওয়ানডে সিরিজ হওয়ার কথা থাকলে এখনো তা চূড়ান্ত নয়।
নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, ‘সামনে আমাদের অনেক খেলা আছে। ওয়েস্ট ইন্ডিজ সফর চূড়ান্ত হয়েছে। সম্ভাব্য সূচীও হয়ে গেছে। সেখানে আগে টেস্ট, পরে ওয়ানডে ও শেষে টি-টোয়েন্টি সিরিজ হবে।’
জানা গেছে, ভিসা জটিলতা না থাকলে ওয়েস্ট ইন্ডিস সফরের শেষ দুই টি-টোয়েন্টি আয়োজিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রে।
ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে ভারতে আফগানিস্তানের বিপক্ষে একটি ওয়ানডে সিরিজ খেলার কথা বাংলাদেশ। এই সিরিজ এখনো নিশ্চিত হয়নি বলে জানান হাবিবুল, ‘আফগানিস্তানের বিপক্ষে সিরিজ এখনো নিশ্চিত না। নিশ্চিত হলে আপনারা আনতে পারবেন।’
জাতীয় দল ছাড়াও একই সময়ে ব্যস্ত থাকবে এ দল। টাইগারদের ওয়েস্ট ইন্ডিজ সফরের সময় বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা-এ দল। হাবিবুল এ দলের সিরিজকে দেখছেন ব্যাকআপ বেঞ্চের চেখে দেখা হিসেবে, 'আমাদের জন্য সুখবর এ দলের বেশ কিছু খেলা পাচ্ছি। একই সময়ে এ দল ব্যস্ত থাকবে। জাতীয় দলের বাইরের খেলোয়াড়দের তাই নিরীক্ষা করে দেখার সুযোগ পাব আমরা।'
ওয়েস্ট ইন্ডিজ- বাংলাদেশ সম্ভাব্য সফরসূচী:
প্রস্তুতি ম্যাচ: ২৮-২৯ জুন (অ্যান্টিগা)
প্রথম টেস্ট: ৪-৮ জুলাই (অ্যান্টিগা)
দ্বিতীয় টেস্ট: ১২-১৬ জুলাই (জ্যামাইকা)
ওয়ানডে প্রস্তুতি ম্যাচ: ১৯ জুলাই (জ্যামাইকা)
প্রথম ওয়ানডে: ২২ জুলাই (গায়ানা)
দ্বিতীয় ওয়ানডে: ২৫ জুলাই (গায়ানা)
তৃতীয় ওয়ানডে : ২৮ জুলাই (সেন্ট কিটস)
প্রথম টি-টোয়েন্টি: ৩০ জুলাই (সেন্ট কিটস)
দ্বিতীয় টি-টোয়েন্টি: ৪ আগস্ট (ভেন্যু চূড়ান্ত নয়)
তৃতীয় টি-টোয়েন্টি : ৫ আগস্ট (ভেন্যু চূড়ান্ত নয়)
Comments