রণবীর সিংয়ের বিপরীতে সারা আলী খান

মুম্বাইয়ের ফিল্মিপাড়ায় নতুন প্রজন্মের পদচারণা নিয়ে বরাবরই আগ্রহ রয়েছে বলিউড-ভক্তদের। বিশেষ করে, প্রতিষ্ঠিত তারকাদের সন্তানদের রূপালি পর্দায় আসাকে স্বাগত জানান সবাই।
Sara Ali Khan
অভিনেতা সাইফ আলী খান এবং অভিনেত্রী অমৃতা সিংয়ের কন্যা সারা আলী খান। ছবি: সংগৃহীত

মুম্বাইয়ের ফিল্মিপাড়ায় নতুন প্রজন্মের পদচারণা নিয়ে বরাবরই আগ্রহ রয়েছে বলিউড-ভক্তদের। বিশেষ করে, প্রতিষ্ঠিত তারকাদের সন্তানদের রূপালি পর্দায় আসাকে স্বাগত জানান সবাই।

পরিচালক অভিষেক কাপুরের হাত ধরে ইতোমধ্যে বড় পর্দায় অভিনয়ের অভিষেক ঘটিয়েছেন তারকা-কন্যা সারা আলী খান। তাঁর প্রথম চলচ্চিত্র ‘কেদারনাথ’ মুক্তির আগেই তিনি নিশ্চিত করেছেন তাঁর দ্বিতীয় চলচ্চিত্র।

আজ (২১ মার্চ) ভারতীয় গণমাধ্যম জানায়, অভিনেতা সাইফ আলী খান এবং অভিনেত্রী অমৃতা সিংয়ের মেয়ে সারা আলী খান পরিচালক রোহিত শেঠির অপরাধ-বিষয়ক চলচ্চিত্র ‘সিম্বা’-য় অভিনয় করবেন রণবীর সিংয়ের বিপরীতে।

ছবিটির প্রযোজনা সংস্থা ধর্ম প্রডাকশনস তাদের অফিসিয়াল টুইটারে জানায়, “সমস্ত জল্পনার অবসান হলো! আপনাদের অবগতির জন্যে জানানো যাচ্ছে যে ‘সিম্বা’ চলচ্চিত্রে রণবীর এবং সারা আলী খান একে অপরের বিপরীতে অভিনয় করবেন।”

ছবিটি আগামী ২৮ ডিসেম্বরে মুক্তি পাবে বলেও টুইটার বার্তায় উল্লেখ করা হয়।

এতো দ্রুত সারার দুটি চলচ্চিত্রে কাজ পাওয়ার বিষয়টিকে তাঁর দর্শকপ্রিয়তা হিসেবেই দেখছেন ভারতের বিনোদন বোদ্ধারা।

Comments

The Daily Star  | English
Cox’s Bazar Rail Station

Cox’s Bazar Rail Station: A modern marvel awaits travellers

The recently constructed Cox’s Bazar rail station aims to attract more tourists to the country’s renowned destination, the Cox’s Bazar sea beach.

17h ago