‘প্যাসিফিক রিম আপরাইজিং’ ঢাকায়
ঢাকায় আসছে ‘প্যাসিফিক রিম আপরাইজিং’। স্বনামধন্য গুইলারমো দেল তেরোর প্রযোজনায় এই চলচ্চিত্রটি বৈজ্ঞানিক কল্পকাহিনি-ভিত্তিক ‘প্যাসিফিক রিম’ সিরিজের দ্বিতীয় কিস্তি। যুক্তরাষ্ট্রের সঙ্গে একই দিনে ছবিটি মুক্তি পাবে ঢাকাতেও।
২০১৩ সালে মুক্তি পাওয়া ‘প্যাসিফিক রিম’ পরিচালনা করেছিলেন গুইলারমো দেল তেরো। তবে দীর্ঘদিন পর তৈরি হওয়া দ্বিতীয় কিস্তিটি পরিচালনার দায়িত্ব লাভ করেন স্টিভেন এস. ডিনাইট।
জন বোয়েগা, স্কট ইস্টউড, জিং তায়ান, রিংকো কিকুচি, আদ্রিয়া আরজোনা, ঝাং জিন, চার্লি ডে প্রমুখ অভিনীত এই চলচ্চিত্রটি পর্যালোচনা সংস্থা রোটেন টোম্যাটোসের জরিপে ১০ এর মধ্যে পেয়েছে ৫.১ এবং আইএমডিবির জরিপে পেয়েছে ৬.১।
আগামীকাল (২৩ মার্চ) থেকে ‘প্যাসিফিক রিম আপরাইজিং’ ঢাকার স্টার সিনেপ্লেক্সে দেখানো হবে সকাল ১১টা ১০ মিনিট, দুপুর দেড়টা, বিকাল চারটা ও পাঁচটা, সন্ধ্যা ৬টা ৫০ মিনিট এবং সাড়ে সাতটায়।
Comments