দেশে ফিরেছে উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত আরও ৩ বাংলাদেশির মরদেহ

More dead bodies
২২ মার্চ ২০১৮, নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইনসের উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত আরও তিন বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়। ছবি: পলাশ খান

নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইনসের উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত আরও তিন বাংলাদেশির মরদেহ আজ (২২ মার্চ) বিকালে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

প্রতিষ্ঠানটির একজন শীর্ষ কর্মকর্তা জানান, নিহতরা হলেন রাজশাহীর নজরুল ইসলাম (৬২), খুলনার মোল্লা আলিফুজ্জামান (৩০) এবং বরিশালের পিয়াস রায় (২৩)। তাঁদের মরদেহ গত ২০ মার্চ সনাক্ত করা হয়।

নিহতদের মধ্যে নজরুল এবং পিয়াসের মরদেহ তাঁদের নিজ নিজ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। এছাড়া, মোল্লা আলিফুজ্জামানের জানাজা নামাজ আজ সন্ধ্যায় রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের স্টাফ সংবাদদাতা জানান, মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে ঢাকায় অবতরণ করে।

তিনি বলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল নিহতদের আত্মীয়দের কাছে মরদেহগুলো হস্তান্তর করেন।

এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মন্ত্রী বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের কর্মদক্ষতা আরও বাড়াতে হবে যাতে ইউএস-বাংলা এয়ারলাইনসের উড়োজাহাজ দুর্ঘটনার মতো আর কোনো দুর্ঘটনা না ঘটে।

উল্লেখ্য, গত ১২ মার্চ কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি উড়োজাহাজ অবতরণের সময় বিধ্বস্ত হলে ৭১ জন আরোহীর মধ্যে ৫১ জন নিহত হন। নিহতদের মধ্যে ২৬ জন বাংলাদেশি। তাঁদের মধ্যে ২৩ জনের মরদেহ গত ১৯ মার্চ দেশে ফিরিয়ে আনা হয়।

Comments

The Daily Star  | English

ICT investigators submit 'genocide' probe report against Hasina, Kamal, Mamun

The charges stem from the violent crackdown during the July 2024 mass uprising

18m ago