রাজধানীতে ডিবি পরিদর্শক হত্যা: ‘বন্দুকযুদ্ধে’ নিহত ‘প্রধান সন্দেহভাজন’
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মোহাম্মদ জালাল উদ্দিন হত্যার ‘প্রধান সন্দেহভাজন’ আজ (২৩ মার্চ) ভোরে রাজধানীর মিরপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও অপরাধীদের মধ্যে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন বলে জানা যায়।
ডিবির উপ-কমিশনার মোহাম্মদ মোখলেসুর রহমান জানান, “নিহত ব্যক্তির চেহারা ডিবি পরিদর্শক হত্যার প্রধান সন্দেহভাজন হাসান আলীর ছবির সঙ্গে মিলে যায়। তবে, নিহতের পরিবার তাকে সনাক্ত করার পর বিষয়টি নিশ্চিত করা যাবে।”
গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে মিরপুরের ভাঙ্গাব্রিজ এলাকায় এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে বলে জানানো হয়। এর আগে ডিবি পুলিশের একটি দল জানতে পারে যে ডিবি কর্মকর্তার হত্যাকারীরা সেখানে জড়ো হয়েছে।
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা গুলি চালালে তারা আত্মরক্ষায় পাল্টা গুলি চালায়।
তাঁর মতে, এভাবে কিছুক্ষণ চলার পর পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় একজনকে মাটিতে পড়ে থাকতে দেখে। তারপর, সেই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ ঘটনায় অন্য অপরাধীরা পালিয়ে যেতে সক্ষম হয় বলেও জানান তিনি।
এ সময় ঘটনাস্থল থেকে সম্প্রতি ট্রাফিক সার্জেন্টদের বাসা থেকে খোয়া যাওয়া দুটি পিস্তল, একটি অবৈধ আগ্নেয়াস্ত্র এবং পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত ২০ মার্চ হারানো পিস্তলের খোঁজে রাজধানীর পীরেরবাগ এলাকায় অভিযান চালানোর সময় অপরাধীদের গুলিতে ডিবি পরিদর্শক মোহাম্মদ জালাল উদ্দিন মারা যান। পুলিশের মতে, হাসান নামের কথিত অপরাধী সেদিন জালাল উদ্দিনকে গুলি করে হত্যা করে।
Comments