আদালতের নির্দেশে নাট্যকার মনোজ মিত্রের ভাড়াবাড়ির জিনিসপত্র রাস্তায়
দীর্ঘদিন বকেয়া না মেটানোয় দুই বাংলার জনপ্রিয় নাট্যকার মনোজ মিত্রের ভাড়া বাড়ির জিনিসপত্র ঘর থেকে রাস্তায় বের করে দেওয়া হয়েছে।
কলকাতার ৫৭ নম্বর যতীন দাস রোডের বাড়িতে দীর্ঘ ৬০ বছর ভাড়া থেকেছিলেন মনোজ মিত্র। সেখানে তার নাট্যদল সুরন্দম নাটকের রিহার্সেল করাতেন তিনি। তবে কলকাতার অদূরে সল্টলেকে নিজের বাড়িতেই থাকতেন ওই নাট্যকার।
গতকাল (২২ মার্চ) সন্ধ্যায় কলকাতা হাইকোর্টের নির্দেশেই এই উচ্ছেদ অভিযান চালানো হয়। ঘর থেকে তাঁর সব আসবাপপত্র, নাটকে ব্যবহারের জিনিসপত্রও ঘর থেকে রাস্তায় রেখে আসেন উচ্ছেদকারীরা।
মনোজ মিত্রের অভিযোগ, মামলাটি সম্পর্কে তাঁর কাছে আগাম কোনও তথ্য ছিল না। তাঁর দাবি, ৬০ বছর ধরে সেখানেই নাটকের রিহাসের্ল করাতেন তিনি।
তবে ওই বাড়ির মালিকের অভিযোগ, বেশ কয়েক বছর ধরে ওই ঘর তালা বন্ধ ছিল। মনোজ মিত্র ওই ঘরের ভাড়াও মেটাতেন না। বেশ কয়েকবার অনুরোধ করা হলেও ভাড়া নিয়ে কোনও কথা বলেননি ওই নাট্যকার।
এরপরই বিষয়টি গড়ায় আদালতে।
কলকাতা হাইকোর্টের নির্দেশে গতকাল সন্ধ্যা ছটা নাগাদ মনোজ মিত্রের ভাড়াবাড়ি খালি করে দেওয়া হয়।
Comments