মেসিকে ছাড়াই ইতালিকে হারালো আর্জেন্টিনা

পুরোপুরি ফিট না থাকায় মাঠে নামেননি আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। তবু বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ইতালিকে হারাতে একদম অসুবিধা হয়নি তাদের। রাশিয়া বিশ্বকাপের প্রস্তুতিটা তাই বেশ ভালোভাবেই সেরে নিয়েছে হোর্হে সাম্পাওলির শিষ্যরা।
Argentina
ইতালিকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ছবি: এএফপি

পুরোপুরি ফিট না থাকায় মাঠে নামেননি আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। তবু বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ইতালিকে হারাতে একদম অসুবিধা হয়নি তাদের। রাশিয়া বিশ্বকাপের প্রস্তুতিটা তাই বেশ ভালোভাবেই সেরে নিয়েছে হোর্হে সাম্পাওলির শিষ্যরা।

শুক্রবার রাতে ম্যানচেস্টারের ইতিহাদ স্টেডিয়ামে আর্জেন্টিয়ার জয় ২-০ গোলে। ব্রাজিলের মতই আর্জেন্টিনারও দুটি গোলই এসেছে দ্বিতীয়ার্ধে। করেছেন এভার বানেগা ও মানুয়েল লানসিনি।

দলের সেরা খেলোয়াড় নেই, তবু শুরু থেকেই ইতালিকে কোণঠাসা করে রাখে আর্জেন্টিনা। রাশিয়া বিশ্বকাপে জায়গা না পাওয়া চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি আর্জেন্টিনার আক্রমণে প্রায় পুরোটা সময়ই ছিল নাজেহাল। তবু গোল খায়নি প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধের অনেকটা সময় ধরে বলের দখল রেখেছিল ইতালি, কিন্তু শেষ দিকে হজম করে দুই গোল। 

মেসি না থাকায় দলের আক্রমণ গড়ে দেওয়ার মূল কাজটা পড়েছিল ডি মারিয়ার কাঁধে। পায়ের কারুকাজে নজর কেড়ে বেশ কয়েকটি সুযোগও তৈরি করেছিলেন তিনি। তবে গোল না আসায় ৬৪ মিনিটে ডি মারিয়া ও পারদেসকে তুলে নিয়ে দিয়েগো পেরোত্তি ও বানেগাকে নামান সাম্পাওলি। কাজ হয় তাতেই। 

৭৬ মিনিটে বদলি খেলোয়াড় বনেগা এগিয়ে নেন দলকে। সেলসোর সঙ্গে বল আদান-প্রদান করে ডি বক্সের খানিকটা বাইরে থেকে তার নেওয়া শট খুঁজে পায় জাল। ইতালিয়ান লিজেন্ড গোলরক্ষক জিয়ানলুইজো বুফন তখন অনেকটাই হতভম্ব। 

৮৫ মিনিটে গঞ্জালো হিগুয়ানের কাছ থেকে বল পেয়ে গোল করেন ওয়েস্ট হ্যাম ফরোয়ার্ড লানসিনি। মঙ্গলবার আরেক প্রস্তুতি ম্যাচে স্পেনের বিপক্ষে নামবে আর্জেন্টিনা। 

Comments