শীতলক্ষ্যায় নৌকাডুবিতে পাঁচ জন নিখোঁজ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে নৌকাডুবির ঘটনায় পাঁচ জন কিশোর নিখোঁজ হয়েছেন। গত রাতে একটি কার্গো নৌযানের সাথে সংঘর্ষের পর তাদের নৌকাটি ডুবে যায়।
নিখোঁজদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নিখোঁজ জসিম মোহাম্মদ রাজু ঢাকার বাসাবো এলাকার প্রয়াত সিরাজুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে তারাব পৌরসভার কাউন্সিলর হামিদুল্লাহ বলেন, প্রমোদ ভ্রমণের জন্য ১৪ জন কিশোর ডেমরা থেকে একটি নৌকা ভাড়া করেন। রাত ৯টার দিকে রূপসী কাজিপাড়া এলাকায় মাঝনদীতে বালুবাহী একটি বাল্কহেড তাদের নৌকাটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়। এই ঘটনায় নয় জন সাঁতরে তীরে উঠতে পারলেও পাঁচ জন নিখোঁজ রয়েছেন।
নিখোঁজদের সন্ধানে ডেমরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিন জন ডুবুরির একটি দল উদ্ধার অভিযান চালাচ্ছেন।
Comments