স্মিথকে অধিনায়কত্ব থেকে সরাতে অস্ট্রেলিয়া সরকারের নির্দেশ

বল টেম্পারিংয়ের ঘটনায় স্টিভেন স্মিথকে অধিনায়ক পদ থেকে সরিয়ে দিতে ক্রিকেট অস্ট্রেলিয়াকে নির্দেশ দিয়েছে দেশটির সরকার। এর ঘন্টা খানেক আগেই এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করার কথা জানিয়েছিল সিএ।
রোববার সকালে সাংবাদিকদের সাথে কথা বলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও জেমস সাদারল্যান্ড। ছবি: এএফপি

বল টেম্পারিংয়ের ঘটনায় স্টিভেন স্মিথকে অধিনায়ক পদ থেকে সরিয়ে দিতে ক্রিকেট অস্ট্রেলিয়াকে নির্দেশ দিয়েছে দেশটির সরকার। এর ঘন্টা খানেক আগেই এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করার কথা জানিয়েছিল সিএ। 

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্বনুল বলেছেন, 'এটা প্রচণ্ড হতাশাজনক। আমরা সকালে দক্ষিণ আফ্রিকা থেকে তেতো খবর পেয়েছি। এটা বিশ্বাস করতে কষ্ট হয় যে অস্ট্রেলিয়া ক্রিকেট দল প্রতারণায় জড়িত।'

প্রধানমন্ত্রী বলেন, 'খানিক আগে ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান ডেভিড পিভারের সঙ্গে কথা বলেছি। আমি তাকে আমার পরিষ্কার বার্তা জানিয়ে দিয়েছি।'

আরও পড়ুন- তদন্তে সিএ, হুমকিতে স্মিথের অধিনায়কত্ব

শনিবার কেপটাউন টেস্টের তৃতীয় দিনে বল টেম্পারিং করেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ক্যামেরন বেনক্রফট। দুই হাত দিয়ে বলের আকৃতি বদলের চেষ্টা করা তার একটি ফুটেজ ফাঁস হয়ে যায়। এক পর্যায়ে দেখা যায় তিনি পকেটে কিছুটা একটা রাখছেন। পরে সেই জিনিস আবার পকেট থেকে তার আন্ডারগার্মেন্টসের ভেতর চালান করে দেন। আরেকটি ফুটেজে দেখা যায় কোচ ড্যারেন লেম্যান ওয়ারল্যাসে বদলি খেলোয়ার পিটার হ্যান্ডসকম্বের সঙ্গে কথা বলছেন। হ্যান্ডসকম্ব পরে মাঠে ঢুকে বেনক্রফটকে কিছু একটা বলেন। 

আরও পড়ুন- দলীয় সিদ্ধান্তে বল টেম্পারিং করেছে অস্ট্রেলিয়া!

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে বল টেম্পারিং করার কথা স্বীকার করেন বেনক্রফট। পাশে থাকা অধিনায়ক স্মিথ জানান, তিনি পুরো ব্যাপারটি জানতেন এবং লাঞ্চের বিরতির সময় দলের লিডারশির গ্রুপ মিলেই এই সিদ্ধান্ত নিয়েছে। 

এই ঘটনার পুরো ক্রিকেট বিশ্বজুড়েই অস্ট্রেলিয়া দলের প্রতি ধিক্কার উঠেছে। সূত্র: ক্রিকইনফো 

Comments

The Daily Star  | English

Former DMP commissioner Asaduzzaman Mia arrested

Rapid Action Battalion has arrested former Dhaka Metropolitan Police (DMP) commissioner Asaduzzaman Mia from the capital's Mohakhali area

1h ago