রূপালি পর্দায় মৌসুমীর ২৫ বছর
প্রতিভাবান অভিনেত্রী মৌসুমীর অভিনয়ের ২৫ বছর পূর্ণ হচ্ছে আজ (২৫ মার্চ)। ১৯৯৩ সালের এই দিনে তাঁর অভিনীত এবং সোহানুর রহমান সোহানের পরিচালনায় ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবিটি মুক্তি পেয়েছিল। এরপর, অনেক দর্শকপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়েছেন মৌসুমী।
অভিনয়ের ২৫ বছর নিয়ে মৌসুমী দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “এ নিয়ে তেমন কোনো পরিকল্পনা নেই। ভক্তদের সঙ্গে দিনটি কাটাচ্ছি। তাঁরা আমাকে আজ সকাল থেকেই তাঁদের উপহার, শুভেচ্ছায় সিক্ত করছেন। সন্ধ্যায় কেকও কাটা হবে। পরিবারের পক্ষ থেকে সানী, ফারদিন ও ফাইজা আমাকে শুভেচ্ছা জানিয়েছে।”
এদিকে, মৌসুমী তাঁর কাজের পরিকল্পনা নিয়ে বলেন, “ভালো ছবি হলে অভিনয় করবো। তবে এখন আর বছরজুড়ে কাজ করার সময়ও নেই।”
“সিনেমা হলের পরিবেশ ভালো হোক এটা কামানা করি,” যোগ করেন এই অভিনেত্রী।
মৌসুমী অভিনীত সর্বশেষ ‘আমি নেতা হবো’ মুক্তি পায় গত ফেব্রুয়ারিতে।
Comments