কেপটাউন টেস্টের মাঝপথেই সরতে হলো স্মিথ-ওয়ার্নারকে
খোদ দেশের প্রধানমন্ত্রীর নির্দেশ আসার পর বোঝাই হচ্ছিল অধিনায়কত্ব হারাচ্ছেন স্টিভেন স্মিথ। সেটা এত তড়িঘড়ি যে কেপটাউন টেস্টের মাঝপথেই নিজেকে সরিয়ে নিতে বাধ্য হয়েছেন তিনি। সেই সঙ্গে সহ-অধিনায়ক পদ থেকেও পদত্যাগ করেছেন ডেভিড ওয়ার্নার
কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের বাকি দুই দিন অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব করবেন উকেকেটকিপার ব্যাটসম্যান টিম পেইন। ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও জেমস সাদারল্যান্ড বলেন, 'আলাপ-আলোচনার পর স্মিথ ও ওয়ার্নার দায়িত্ব ছেড়ে দিতে রাজি হয়েছে। এই টেস্ট তো চালিয়ে যেতে হবে। অন্তবর্তী হিসেবে পেইন দায়িত্ব পালন করবে। সেইসঙ্গে তদন্তও চলবে।'
শনিবার টেস্টের তৃতীয় দিন বল টেম্পারিং করে ধরা পড়েন তরুণ ওপেনার ক্যামেরন বেনক্রফট। দিনশেষে সংবাদ সম্মেলনে স্মিথ সব দায় স্বীকার করে নিয়ে বলেছিলেন – যা হয়েছে সব লিডারশিপ গ্রুপের সিদ্ধান্তেই হয়েছে। সেই লিডারশিপ গ্রুপে যে স্মিথ ছাড়াও সহ-অধিনায়ক ওয়ার্নারও জড়িত তখনই আঁচ করা যাচ্ছিল।
রোববার সকালে খবর জানার পর স্টিভেন স্মিথকে অধিনায়ক পদ থেকে সরিয়ে দিতে ক্রিকেট অস্ট্রেলিয়াকে নির্দেশ দেয় দেশটির সরকার। এর ঘন্টা খানেক আগেই এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করার কথা জানায় ক্রিকেট অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্বনুল বলেন, 'এটা প্রচণ্ড হতাশাজনক। আমরা সকালে দক্ষিণ আফ্রিকা থেকে তেতো খবর পেয়েছি। এটা বিশ্বাস করতে কষ্ট হয় যে অস্ট্রেলিয়া ক্রিকেট দল প্রতারণায় জড়িত। খানিক আগে ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান ডেভিড পিভারের সঙ্গে কথা বলেছি। আমি তাকে আমার পরিষ্কার বার্তা জানিয়ে দিয়েছি।'
আরও পড়ুন- দলীয় সিদ্ধান্তে বল টেম্পারিং করেছে অস্ট্রেলিয়া!
ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও জেমস সাদারল্যান্ড এই ঘটনাকে হতাশাজনক আখ্যা দিয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানান।
শনিবার কেপটাউন টেস্টের তৃতীয় দিনে বল টেম্পারিং করেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ক্যামেরন বেনক্রফট। দুই হাত দিয়ে বলের আকৃতি বদলের চেষ্টা করা তার একটি ফুটেজ ফাঁস হয়ে যায়। এক পর্যায়ে দেখা যায় তিনি পকেটে কিছুটা একটা রাখছেন। পরে সেই জিনিস আবার পকেট থেকে তার আন্ডারগার্মেন্টসের ভেতর চালান করে দেন। আরেকটি ফুটেজে দেখা যায় কোচ ড্যারেন লেম্যান ওয়ারল্যাসে বদলি খেলোয়ার পিটার হ্যান্ডসকম্বের সঙ্গে কথা বলছেন। হ্যান্ডসকম্ব পরে মাঠে ঢুকে বেনক্রফটকে কিছু একটা বলেন।
আরও পড়ুন- স্মিথকে অধিনায়কত্ব থেকে সরাতে অস্ট্রেলিয়া সরকারের নির্দেশ
দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে বল টেম্পারিং করার কথা স্বীকার করেন বেনক্রফট। পাশে থাকা অধিনায়ক স্মিথ জানান, তিনি পুরো ব্যাপারটি জানতেন এবং লাঞ্চের বিরতির সময় দলের লিডারশির গ্রুপ মিলেই এই সিদ্ধান্ত নিয়েছে।
Comments