‘ব্ল্যাক প্যান্থার’-এর মুকুটে নতুন পালক

মুক্তির প্রায় দেড় মাসের মাথায় সুপারহিরো-ভিত্তিক চলচ্চিত্র ‘ব্ল্যাক প্যান্থার’-এর মুকুটে যোগ হয়েছে এক নতুন পালক। সর্বকালের সেরা আয়ের ছবির তালিকায় উঠে এসেছে পরিচালক রায়ান কুগলারের এই ডিজনি-মার্ভেল প্রকল্প।

মুক্তির প্রায় দেড় মাসের মাথায় সুপারহিরো-ভিত্তিক চলচ্চিত্র ‘ব্ল্যাক প্যান্থার’-এর মুকুটে যোগ হয়েছে এক নতুন পালক। সর্বকালের সেরা আয়ের ছবির তালিকায় উঠে এসেছে পরিচালক রায়ান কুগলারের এই ডিজনি-মার্ভেল প্রকল্প।

এখন পর্যন্ত সারাবিশ্বে ‘ব্ল্যাক প্যান্থার’ আয় করেছে ১২০ কোটি ডলারের মতো। আশা করা হচ্ছে, আজকের (২৫ মার্চ) মধ্যে এটি অন্য কমিক বুক নির্ভর চলচ্চিত্র ‘আয়রন ম্যান থ্রি’-র (১২১ কোটি ডলার) আয়কে ছাড়িয়ে যাবে।

সে হিসেবে ‘ব্ল্যাক প্যান্থার’-এর অবস্থান হবে অপর কমিকস নির্ভর চলচ্চিত্র ‘দ্য অ্যাভেঞ্জারস’ (১৫০ কোটি ডলার) এবং “অ্যাভেঞ্জারস: এইজ অব আলট্রন” (১৪০ কোটি ডলার) এর পর, তথা তৃতীয় অবস্থানে।

মাত্র ২০ কোটি ডলারের ‘ব্ল্যাক প্যান্থার’ চলতি বছরে সবচেয়ে বেশি আয়ের চলচ্চিত্র হিসেবে বিবেচিত হচ্ছে। চলচ্চিত্র বিশ্লেষণ সংস্থা রটেন টম্যাটোসের জরিপে শতভাগ ভালোর খেতাব পেয়েছে আফ্রিকার গৌরব তুলে ধরা এই ছবিটি।

খ্যাতনামা চলচ্চিত্র সমালোচকদের মতে, মার্ভেল কমিকসের এই চরিত্রটি একই শিরোনামে রূপালি পর্দায় এসে রোমাঞ্চকর অনুভূতির এক নতুন উচ্চতা সৃষ্টি করেছে। শুধু তাই নয়, গল্পের কিছু চরিত্রকে পুষ্টতা দিয়ে দক্ষতার সঙ্গে উপস্থাপন করা হয়েছে চলচ্চিত্রটিতে।

শাদভিক বোজম্যান, মাইকেল বি জর্ডান, লুপিতা নাইয়ং, দানাই গুরিরা অভিনীত এই চলচ্চিত্র সম্পর্কে দ্য নিউ ইয়র্ক টাইমস লিখেছে, ছবিটি “বিস্ময় জাগিয়েছে। এর সঙ্গে রয়েছে চমৎকার অনুভূতি ও বিচক্ষণতা।”

এন্টারটেনমেন্ট উইলির মতে, এই চলচ্চিত্রটি “খুব সূক্ষ্মভাবে গর্ব, আত্মপরিচয় এবং ব্যক্তিগত দায়বদ্ধতার জয়গান গেয়েছে।”

আরও পড়ুন:

ব্ল্যাক প্যান্থার: সুপারহিরো চলচ্চিত্রেরও ঊর্ধ্বে!

Comments

The Daily Star  | English

A loud scream, followed by complete silence

The teep was still visible on Labib's head. His innocent life was lost over a trivial matter

1h ago