স্মিথের নিষিদ্ধের শাস্তি, বেনক্রফটের জরিমানা
কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনায় শাস্তি পেয়েছেন সদ্য দায়িত্ব থেকে সরে যাওয়া অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ ও ওপেনার ক্যামেরন বেনক্রফট। স্মিথকে এক টেস্ট নিষিদ্ধ করার পাশাপাশি ম্যাচ ফির পুরোটা জরিমানা করা হয়েছে। বেনক্রফটের ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানার সঙ্গে যুক্ত হয়েছে তিন ডিমেরিট পয়েন্ট।
সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবারের ঘটনায় স্মিথ ও বেনক্রফটের সাজার কথা জানায় আইসিসি । ক্রিকেটের স্পিরিটের বিরুদ্ধে কাজ করায় আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড রিচার্ডসন আনা অভিযোগের ভিত্তিতে এই রায় দেওয়া হয়।
স্মিথ তার বিরুদ্ধে আনা অভিযোগ গ্রহণ করে নিয়েছেন। ফলে দুই সাসপেনশন পয়েন্টের সাজায় এক টেস্ট নিষিদ্ধ হলেন তিনি। সেই সঙ্গে তার ঝুলিতে জমা পড়ল চার ডিমেরিট পয়েন্ট।
রিচার্ডসন বলেন, 'অস্ট্রেলিয়ার লিডারশিপ গ্রুপের নেওয়া সিদ্ধান্ত পুরোপুরি ক্রিকেটের চেতনা পরিপন্থী। খেলার বিশ্বাসযোগ্যতার অন্তরায়। অধিনায়ক হিসেবে স্টিভেন স্মিথ পুরো ঘটনায় দায়ি। '
তিনি আরও বলেন, 'খেলাটা সুন্দর রাখা উচিত। কিন্তু গত কয়েক সপ্তাহে আমরা কুৎসিত স্লেজিং দেখেছি, আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদ করে মাঠ ছাড়ার প্রবণতা দেখেছি এবং বল টেম্পারিং দেখলাম।'
'বাজে ব্যবহার ও অসুন্দর জিনিস এড়াতে আইসিসি প্রয়োজনে আরও কঠোর হবে।'
শনিবার কেপটাউন টেস্টের তৃতীয় দিনে বল টেম্পারিং করেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ক্যামেরন বেনক্রফট। দুই হাত দিয়ে বলের আকৃতি বদলের চেষ্টা করা তার একটি ফুটেজ ফাঁস হয়ে যায়। এক পর্যায়ে দেখা যায় তিনি পকেটে একটা হলুদ রঙের শিরিষ কাগজ রাখছেন। পরে সেই কাগজ আবার পকেট থেকে তার আন্ডারগার্মেন্টসের ভেতর চালান করে দেন। আরেকটি ফুটেজে দেখা যায় কোচ ড্যারেন লেম্যান ও বদলি খেলোয়ার পিটার হ্যান্ডসকম্বের সঙ্গে ওয়াকিটকিতে কথা বলছেন। হ্যান্ডসকম্ব পরে মাঠে ঢুকে বেনক্রফটকে কিছু একটা বলেন।
দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে বল টেম্পারিং করার কথা স্বীকার করেন বেনক্রফট। পাশে থাকা অধিনায়ক স্মিথ জানান, তিনি পুরো ব্যাপারটি জানতেন এবং লাঞ্চের বিরতির সময় দলের লিডারশির গ্রুপ মিলেই এই সিদ্ধান্ত নিয়েছে।
রোববার সকালে ক্রিকেট অস্ট্রেলিয়া এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করে। দেশটির প্রধানমন্ত্রী নিজের হতাশা জানিয়ে বক্তব্য রাখার পর টেস্টের মাঝপথেই অধিনায়ক পদ থেকে স্টিভেন স্মিথ ও সহ-অধিনায়ক পদ থেকে ডেভিড ওয়ার্নারকে সরিয়ে দেওয়া হয়।
Comments