সিলেটে ছুরিকাঘাতে যুবক নিহত
সিলেটের কদমতলী বাস স্ট্যান্ড এলাকায় গত রাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গঠিত গণজাগরন মঞ্চের আন্দোলনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন।
নিহত মাহিদ আল সালাম (২৬) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক ছাত্র। তার বাড়ি মদিনা মার্কেট এলাকায়। দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল দ্য ডেইলি স্টারের স্থানীয় প্রতিনিধিকে আজ এসব তথ্য জানিয়েছেন।
ওসি আরও জানান, রবিবার দিবাগত রাত ১টার দিকে একজন রিকশা চালক কদমতলী এলাকায় প্রথম তাকে গুরুতর আহত অবস্থায় পায়। পুলিশ পরে কিয়ান ব্রিজ এলাকা থেকে তাকে দ্রুত এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালেও বাঁচানো সম্ভব হয়নি।
ওসি বলেন, “তার উরুতে গভীর ক্ষত ছিল। তবে তাকে কে ছুরিকাঘাত করেছে তা এখনো স্পষ্ট নয়।”
নিহতের পরিবারের সদস্যরা পুলিশকে বলেছেন, বাসে করে ঢাকায় যাওয়ার জন্য তিনি কদমতলী বাস স্ট্যান্ডে গিয়েছিলেন।
Comments