অবহেলায়, অযত্নে বলধা গার্ডেনের দুর্লভ গাছগুলো
এক শতাব্দীর বেশি সময় ধরে রাজধানীবাসীর কাছে অন্যতম মূল আকর্ষণ হয়ে রয়েছে বলধা গার্ডেন। কেননা, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে গাছ এনে রোপণ করা হয়েছিল এই বাগানে।
পুরনো ঢাকার ওয়ারীতে অবস্থিত দুর্লভ গাছের এই বাগানটি দীর্ঘদিন থেকে রয়েছে অবহেলায়, অযত্নে। বাগানের চারপাশে গড়ে উঠা বহুতল ভবন, রাস্তার পাশের বিলবোর্ড আর নালা উপচে পড়া ময়লায় চাপা পড়ে রয়েছে ঐতিহ্যবাহী এই বাগানটি।
প্রকৃতিপ্রেমী ও উদ্ভিদবিদ্যার শিক্ষার্থীদের কাছে বলধা গার্ডেন এক টুকরো নিসর্গ-ভূমি। বাগানটির বর্তমান অবস্থা দেখতে ক্লিক করুন ভিডিওটিতে:
Comments