ইউএস-বাংলা উড়োজাহাজ দুর্ঘটনায় আহত শাহীনের মৃত্যু

নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইনসের উড়োজাহাজ দুর্ঘটনায় আহত শাহীন বেপারী আজ (২৬ মার্চ) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ডিএমসিএইচ) মৃত্যুবরণ করেছেন।
Shaheen Bepari
নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলা উড়োজাহাজ দুর্ঘটনায় আহত শাহীন বেপারীকে ঢাকায় নিয়ে আসার মুহূর্ত। ছবি: স্টার ফাইল ফটো

নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইনসের উড়োজাহাজ দুর্ঘটনায় আহত শাহীন বেপারী আজ (২৬ মার্চ) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ডিএমসিএইচ) মৃত্যুবরণ করেছেন।

ডিএমসিএইচ-এর বার্ন ইউনিটের জাতীয় সমন্বয়ক ডাক্তার সামন্ত লাল সেন দ্য ডেইলি স্টারকে বলেন, শাহীন বেপারীকে লাইফ সাপোর্টে নেওয়ার কয়েক ঘণ্টা পর আজ বিকাল পৌনে পাঁচটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এর আগে গত রাতে শাহীনকে (৩৩) হাসপাতালের আইসিইউ-এ নিয়ে লাইফ সাপোর্ট দেওয়া হয়।

আজ দিনের শুরুতে ডাক্তার সামন্ত লাল সেন জানিয়েছিলেন নিহত ব্যক্তির শরীরের ৩৫ শতাংশ পোড়া থাকায় তাঁর অবস্থা সংকটাপন্ন ছিল।

রাজধানীর সদরঘাটের একজন ব্যবসায়ী শাহীন ছুটিতে নেপাল যাচ্ছিলেন ইউএস-বাংলা উড়োজাহাজে চড়ে। গত ১৮ মার্চ আহত অবস্থায় তাঁকে ঢাকায় নিয়ে এসে ডিএমসিএইচ-এ ভর্তি করা হয়।

উল্লেখ্য, গত ১২ মার্চ কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ৭১ জন আরোহী নিয়ে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি উড়োজাহাজ অবতরণের সময় বিধ্বস্ত হলে অন্তত ৫০ জন নিহত হন। শাহীনের মৃত্যুর ফলে নিহত বাংলাদেশিদের সংখ্যা দাঁড়ালো ২৭ এ।

Comments

The Daily Star  | English

DHL, Daily Star honour five business luminaries for outstanding achievements

The theme of this year's event is "Bangladesh on the rebound".

3h ago