চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবলীগ কর্মী নিহত
অজ্ঞাত দুষ্কৃতিকারীদের ছুরিকাঘাতে চট্টগ্রাম শহরে আজ (২৬ মার্চ) দুপুরে একজন যুবলীগ কর্মী নিহত হয়েছেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদারের বরাত দিয়ে আমাদের চট্টগ্রাম সংবাদদাতা জানান, নিহত মহিউদ্দিন (৩০) বন্দর নগরীর দক্ষিণ মধ্যম হালিশহরের বাসিন্দা ছিলেন।
আজ দুপুর ৩টার দিকে হালিশহর এলাকায় মেহের আফজাল হাইস্কুল প্রাঙ্গণে মহিউদ্দিনকে ছুরিকাঘাতে হত্যা করা হয় বলে উল্লেখ করেন সেই পুলিশ কর্মকর্তা।
চট্টগ্রাম মহানগরের ৩৮ নং ওয়ার্ড শাখার যুবলীগ সভাপতি হাসান মুরাদ আমাদের সংবাদদাতাকে জানান, নিহত মহিউদ্দিন দলের সক্রিয় কর্মী ছিলেন।
Comments