স্পিলবার্গের ঘোষণা, টিনটিন মরেনি!

হলিউডের স্বনামধন্য পরিচালক স্টিভেন স্পিলবার্গ জানিয়েছেন, দীর্ঘ প্রতীক্ষিত ‘টিনটিন’ সিক্যুয়ালের কাজ চলছে। ‘টিনটিন টু’-তে পরিচালক হিসেবে পিটার জ্যাকসন থাকবেন বলেও জানান তিনি।
Tintin
‘অ্যাডভেঞ্চারস অব টিনটিন’ এর একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

হলিউডের স্বনামধন্য পরিচালক স্টিভেন স্পিলবার্গ জানিয়েছেন, দীর্ঘ প্রতীক্ষিত ‘টিনটিন’ সিক্যুয়ালের কাজ চলছে। ‘টিনটিন টু’-তে পরিচালক হিসেবে পিটার জ্যাকসন থাকবেন বলেও জানান তিনি।

সম্প্রতি ফরাসি ম্যাগাজিন ‘প্রিমিয়ার’-কে দেওয়া এক সাক্ষাৎকারে স্পিলবার্গ বলেন, “টিনটিনের দ্বিতীয় পর্ব নিয়ে কাজ করবেন পিটার জ্যাকসন। সবকিছু ঠিক থাকলে তিনি শিগগিরই চিত্রনাট্যের কাজে হাত দিবেন। অ্যানিমেশনের কাজ করতে বছর দুয়েকের মতো লাগবে। তাই আমি মনে করি সব কাজ শেষ করতে তিন বছর লেগে যেতে পারে।”

পরিচালক হিসেবে পিটার বিষয়টির পেছনে লেগে রয়েছেন উল্লেখ করে স্পিলবার্গ মন্তব্য করেন, “টিনটিন মরেনি।”

বেলজীয় কার্টুনিস্ট জর্জেজ রেমির ‘অ্যাডভেঞ্চারস অব টিনটিন’ ১৯২৯ সালে প্রকাশিত হওয়ার পর কমিক বইয়ের ইতিহাসে অমর সৃষ্টি হিসেবে খ্যাতি লাভ করে। লেখক হার্গে ছদ্দনামে কমিকসের আদলে তরুণ সাংবাদিক টিনটিনের রোমাঞ্চকর অভিযানগুলো তুলে ধরেছিলেন ‘টিনটিন’ সিরিজে।

চলচ্চিত্র-নির্মাতা স্টিভেন স্পিলবার্গের হাত ধরে ২০১১ সালে ‘টিনটিন’ প্রথম আসে রূপালি পর্দায়। সেসময় পরিচালক-প্রযোজক হিসেবে হাল ধরেছিলেন তিনি নিজেই। দীর্ঘ প্রতীক্ষার পর ‘জুরাসিক পার্ক’-খ্যাত স্পিলবার্গের এই নতুন ঘোষণা ‘টিনটিন’ ভক্তদের আনন্দিত করবে নিশ্চয়!

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

Comments

The Daily Star  | English
Dummy candidates

Placing dummies as alternatives disenfranchises voters

We are witnessing an engineered intra-party contest as most of the independents belong to the ruling party.

5h ago