কারস্টেনের আশায় বিসিবি
প্রধান কোচের পদ খালি হওয়ার পর থেকে দক্ষিণ আফ্রিকান গ্যারি কারস্টেনের নাম শোনা যাচ্ছিল। বোর্ড সভাপতি নাজমুল হাসানও তার ব্যাপারে আগ্রহের কথা জানিয়েছিলেন। কিন্তু বিভিন্ন ফ্রেঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে যুক্ত থাকার কারণে প্রধান কোচ হিসেবে তাকে পাওয়া যাচ্ছে না। তবে ছাড় দিয়ে হলেও বিসিবি তাকে পেতে চায়। প্রধান কোচ নয়, কারস্টেন বিবেচনায় দলের উপদেষ্টা হিসেবে।
মঙ্গলবার বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস প্রধান কোচ পাওয়া নিয়ে নতুন কোন খবর দিতে পারেনি। তবে আইপিএলের পর আরেক দফা কারস্টেনের সঙ্গে আলাপে ফল মিলার আশায় আছেন তারা,
‘আপনারা জানেন যে গ্যারি কারস্টেনের নাম আগেই আমাদের সভাপতি বলেছিলেন। এবং উনি আছেন আমাদের লিস্টের মধ্যে কিন্তু উনি আসবেন টিম কনসালেন্টেন্ট হিসেবে। উনার সাথে পাকাপাকিভাবে আলাপ এখনও হয়নি। আশা করি আইপিএলের পরে হবে।’
কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ কারস্টেনের। ২০১১ বিশ্বকাপ জেতা ভারতীয় দলের কোচ ছিলেন তিনি। বর্তমানে যুক্ত আছেন আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরতে। তিনি রাজি হলে তার ভূমিকা হবে অনেকটা এডি বারলোর মত। বাংলাদেশ ক্রিকেটের সার্বিক বিষয় নিয়ে কাজ করবেন তিনি। বুদ্ধি দেবেন অবকাঠামো নিয়ে, বয়সভিত্তিক দলের পথরেখাও সাজিয়ে দেবেন।
‘গ্যারি কারস্টেন তো সারাদিন মাঠে থাকবেন না। তিনি অন্যান্য জিনিসগুলো নিয়ে থাকবেন। অবকাঠামো নিয়ে বুদ্ধি দেবেন। ওর আরও কিছু প্রয়োজন থাকলে ডেভলপমেন্টে কাজ করবেন। যেটা আর কি এডি বারলো করেছিলেন।’
দল পরিচালক বা দল উপদেষ্টা হিসেবে অন্তত একজনের কথা চিন্তায় থাকলেও প্রধান কোচের জন্য এখনো কাউকেই খুঁজে পাচ্ছে না বিসিবি, ‘না, আমরা তো আসলে এখনও চেষ্টা করছি। পার্টিকুলার কোন কোচ এখনও আমরা পাইনি। চেষ্টা করা হচ্ছে জুন মাসে (জুনের শেষে) আমাদের যে সিরিজ আছে উইন্ডিজের সাথে তার আগে কোচ নিয়োগ দেওয়ার জন্য।’
‘কয়েকজন কোচের সাথে কথা বলেছি আমরা। আমাদের যেসব চাহিদা আছে সেসব চাহিদার সঙ্গ অনেকের মিলছে না বলেই দেরি হচ্ছে।’
Comments