বাংলাদেশে এসেই আলো ছড়ালেন সিকান্দার রাজা
তার দল জিম্বাবুয়ে বিশ্বকাপে যেতে পারেনি। বাছাইপর্বে তিনি হয়েছিলেন সেরা খেলোয়াড়। সেই পুরষ্কার হাতে নিয়ে রেখেছিলেন হৃদয়গ্রাহী বক্তব্য। বাংলাদেশে এসেও ব্যাটের ঝাঁজে মন কেড়েছেন তিনি। খেলেছেন দুর্দান্ত এক ইনিংস। ধুঁকতে থাকা গাজী গ্রুপ ক্রিকেটার্স পেয়েছে প্রাণ।
মঙ্গলবার বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের সুপার সিক্সের ম্যাচে আশা বাঁচিয়ে রাখতে জিততেই হতো গাজীকে। রাজার ৮৪ বলে ৯০ রানের ইনিংসে তিনশো ছাড়ায় তাদের স্কোর। জবাবে ২৭০ রানে গুটিয়েছে খেলাঘরের ইনিংস। গাজী গ্রুপ পেয়েছে ৩৪ রানের জয়।
টস জিতে গাজীকে ব্যাট করতে দিয়েছিল খেলাঘরই। শুরুতে জহুরুল ইসলাম অমির উইকেট হারালেও মুমিনুল হক আর ইমরুল কায়েস সামাল দেন পরিস্থিতি। তাদের ৯৬ রানের জুটিতে দল পায় প্রাথমিক ভিত। ৬৩ করে আউট হন ইমরুল, মুমিনুল করেন ৪৭ রান। পাঁচে নামা রাজা খেলেছেন বাকিটা। ৭ চার আর ৪ ছক্কায় ৯০ রানে গিয়ে থামেন তিনি। শেষ দিকে নাদীফ চৌধুরীর ৪৫ রানের ইনিংসে ৬ উইকেটে ৩০৪ রানে গিয়ে থামে গাজী গ্রুপ।
বড় লক্ষ্য পেয়ে দারুণ শুরু পেয়েছিল খেলাঘর। দুই ওপেনারই এনে দিয়েছিলেন সেঞ্চুরির জুটি। দলের ১০৮ রানে গিয়ে ইনফর্ম রবিউল ইসলাম রবি ফেরেন ৬৭ রান করে। আরেক ওপেনার মাহিদুল ইসলাম অঙ্কন ৬৯ করে ক্যাচ দেন মুমিনুলকে।
লিগের সর্বোচ্চ রান সংগ্রাহক অশোক মানারিয়ার দামি উইকেট নিয়ে ব্যাটিংয়ের পর বোলিংয়েও হিরো সিকান্দার রাজা।
লোয়ার অর্ডারে মাসুম খানের ৪৪ রানে কেবল পরাজয়ের ব্যবধান কমিয়েছে খেলাঘর। এই জয়ে ১৪ পয়েন্ট নিয়ে পাঁচে উঠেছে গাজী গ্রুপ। সমান পয়েন্ট হলেও রানরেটে পিছিয়ে ছয়ে আছে খেলাঘর।
Comments