নাটোরে যুবলীগ নেতা খুন
নাটোর ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় যুব সংগঠনের এক নেতা খুন হয়েছেন। নিহত যুবলীগ নেতার নাম রিপন (৩৫)। গত রাত ১১টার দিকে শহরের কেন্দ্রীয় মসজিদের সামনে তাকে এলোপাথাড়ি কোপ দেওয়া হয়।
নাটোরের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম বাবু বলেন, ধারালো অস্ত্র নিয়ে রিপনকে আঘাত করা হয়। স্থানীয়রা তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
বাবু বলেন, রিপন যুবলীগের সাথে যুক্ত ছিলেন। তারা একই সাথে রাজনীতি করতেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শহীদুল ইসলাম জানান, হত্যার ঘটনায় কোনো মামলা বা কাউকে গ্রেফতার করা হয়নি। হত্যার উদ্দেশ্য সম্পর্কেও এখন পর্যন্ত কিছু জানা যায়নি।
উল্লেখ্য, রিপন যেখানে আক্রান্ত হয়েছেন সেখানেই গত ১৮ মার্চ ইমরান আলী নামের আরেকজন যুবলীগ নেতা খুন হয়েছিলেন।
Comments