বৃহস্পতিবার মিরপুরে সাকিব-মাহমুদউল্লাহর লড়াই

ঢাকা প্রিমিয়ার লিগে সুপার সিক্সে খেলতে না পারায় ক্রিকেটারদের নিয়ে একটি টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। লাল ও সবুজ দলে ভাগ হওয়া দল দুটির অধিনায়কত্ব করবেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ।
সাকিব-মাহমুদউল্লাহ
ফাইল ছবি: রয়টার্স

ঢাকা প্রিমিয়ার লিগে সুপার সিক্সে খেলতে না পারায় ক্রিকেটারদের নিয়ে একটি টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। লাল ও সবুজ দলে ভাগ হওয়া দল দুটির অধিনায়কত্ব করবেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ।

বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৫টায় শুরু হবে দিন রাতের এই খেলা।

এবার ঢাকা প্রিমিয়ার লিগে সাকিবকে দলে নিয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। ইনজুরি ও জাতীয় দলের খেলা থাকায় প্রাথমিক পর্বে একটি ম্যাচও খেলতে পারেননি তিনি। মোহামেডান সুপার সিক্সে উঠতে ব্যর্থ হওয়ায় চাইলে নামতে পারছেন না মাঠে। একই অবস্থা মাহমুদউল্লাহ রিয়াদেরও। প্রথমে পিএসএলে ও  পরে জাতীয় দলের খেলা থাকায় প্রাইম ব্যাংকের হয়ে কোন ম্যাচেই নামতে পারেননি মাহমুদউল্লাহ। তার ক্লাবও উঠতে পারেনি সুপার সিক্সে।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, খেলার বাইরে থাকা ক্রিকেটারদের প্রস্তুতির সুযোগ করে দিতেই এই ম্যাচের আয়োজন।

দুই দলে অভিজ্ঞ চেনামুখদের পাশাপাশি জায়গা পেয়েছেন কয়েকজন তরুণ। পেসার শরিফুল ইসলাম খেলবেন মাহমুদউল্লাহর দলে। সাকিবের দলে জায়গা পেয়েছেন শাইনপুকুরের ব্যাটসম্যান সাব্বির  হোসেন।

ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ থাকায় এই ম্যাচেও কোন দলে সুযোগ মেলেনি সাব্বির রহমানের।

বিসিবি সবুজ: মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), মেহেদি মারুফ, আল আমিন, সাদমান ইসলাম, আরিফুল হক, নাহিদুল ইসলাম, ইরফান শুক্কুর, তাইজুল ইসলাম, শুভাশিস রায়, দেলওয়ার হোসেন, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, সাঈদ সরকার।

বিসিবি লাল: সাকিব আল হাসান (অধিনায়ক), রনি তালুকদার, জাকির হাসান, আফিফ হোসেন, তৌহিদ হৃদয়, শুভাগত হোম চৌধুরী, মোহাম্মদ সাইফুদ্দিন, রুবেল হোসেন, কাজী অনীক, মোহাম্মদ আজিম, রাইয়ান উদ্দিন, জনি তালুকদার, সাব্বির হোসেন।

Comments

The Daily Star  | English

Police see dead man running

Prisoners, migrants, even the deceased get implicated in cases

9h ago