ফোর্বস ম্যাগাজিনের সেরাদের তালিকায় ২ বাংলাদেশি তরুণ

Sajid Iqbal and Ayman Sadiq
‘ফাউন্ডার অব চেঞ্জ’-এর সাজিদ ইকবাল এবং ‘টেন মিনিট স্কুল’-এর প্রধান নির্বাহী আয়মান সাদিক। ছবি: সংগৃহীত

ফোর্বস ম্যাগাজিনের সেরাদের তালিকায় এসেছে দুজন তরুণ বাংলাদেশির নাম। নিজেদের ব্যবসা-উদ্যোগের মাধ্যমে সমাজে অবদান ও বিভিন্ন সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ম্যাগাজিনটির বার্ষিক প্রতিবেদন ‘৩০ আন্ডার ৩০ এশিয়া’ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তাঁরা।

ত্রিশ বছর কম বয়সী সেই দুই তরুণ হলেন ‘টেন মিনিট স্কুল’-এর প্রধান নির্বাহী আয়মান সাদিক (২৬) এবং ‘ফাউন্ডার অব চেঞ্জ’-এর সাজিদ ইকবাল (২৭)। এশিয়া থেকে বাছাইকৃত সেরা তরুণদের তালিকায় রয়েছেন তাঁরা।

উদ্যোক্তা আয়মান সাদিক অনলাইন-ভিত্তিক ‘টেন মিনিট স্কুল’-এর মাধ্যমে বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে ধরেন। এর আগে, তিনি ব্রিটেনের রানির ‘কুইন্স ইয়াং লিডারস’ পুরস্কার অর্জন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে সাদিক ব্যবসায় প্রশাসনে স্নাতক ডিগ্রি লাভ করেন।

তালিকার অপর বাংলাদেশি তরুণ সাজিদ ইকবাল উন্নয়ন সংস্থা ‘ফাউন্ডার অব চেঞ্জ’ এর মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানি, পানির নিরাপত্তা এবং টেকসই ব্যবসা উন্নয়নের জন্যে কাজ করেন।

তিনি নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশ বিজ্ঞান এবং ব্যবস্থাপনার ওপর বিএসসি এবং এমএসসি ডিগ্রি লাভ করেছেন।

Comments

The Daily Star  | English

Power grid failure causes outage across 21 districts

According to the Power Grid Bangladesh PLC, the situation has since returned to normal

1h ago