বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা-জার্মানির খেলার সময়সূচি
বাংলাদেশের ফুটবল ভক্তদের মধ্যে সবচেয়ে পছন্দের দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনা। দর্শকপ্রিয়তা আছে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানিরও। রাশিয়া বিশ্বকাপে প্রথম রাউন্ডে দল তিনটির খেলা বাংলাদেশ সময় বিকেল, সন্ধ্যা ও রাতে।
বিশ্বকাপে প্রথম রাউন্ডে দল তিনটি খেলবে আলাদা তিন গ্রুপে। ১৪ জুন বিশ্বকাপ শুরু হলেও বাংলাদেশের ভক্তদের প্রিয় দলগুলো মাঠে নামা শুরু করবে দুদিন পর থেকে। ১৬ জুন বাংলাদেশ সময় বিকেল ৫টায় আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচ খেলবে আইসল্যান্ডের বিপক্ষে। এর একদিন পর মাঠে নামবে ব্রাজিল ও জার্মানি।
বাংলাদেশ সময় রাত ১০টায় ব্রাজিল তাদের প্রথম ম্যাচ খেলবে সুইজারল্যান্ডের বিপক্ষে। তার তিন ঘণ্টা আগে জার্মানি প্রথম ম্যাচ খেলবে মেক্সিকোর বিপক্ষে।
ব্রাজিল (গ্রুপ-ই)
|
ব্রাজিল বনাম সুইজারল্যান্ড |
রাত ১২টা |
|
ব্রাজিল বনাম কোস্টারিকা |
সন্ধ্যা ৬টা |
২৭ জুন ২০১৮ |
ব্রাজিল বনাম সার্বিয়া |
রাত ১২টা |
আর্জেন্টিনা (গ্রুপ-ডি)
১৬ জুন ২০১৮ |
আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড |
সন্ধ্যা ৭টা |
|
আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া |
রাত ১০টা |
|
আর্জেন্টিনা বনাম নাইজেরিয়া |
রাত ১০টা |
জার্মানি (গ্রুপ-এফ)
|
জার্মানি বনাম মেক্সিকো |
রাত ৯টা |
|
জার্মানি বনাম সুইডেন |
রাত ৯টা |
|
জার্মানি বনাম দক্ষিণ কোরিয়া |
রাত ৮টা |
Comments