বিয়ে-প্রেমিক নিয়ে অ্যাঞ্জেলিনা জোলির বক্তব্য

কদিন থেকে পশ্চিমের সংবাদমাধ্যমে বেশ চাউর হচ্ছে খবরটি। তা হলো: আবারও ‘বিয়ের’ প্রস্তুতি নিচ্ছেন হলিউডের শীর্ষ অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। কোন কোন মিডিয়ায় খবর আসে অভিনেতা ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদের পর ‘নতুন প্রেমিকের’ সঙ্গে সময় কাটাচ্ছেন ‘অ্যা মাইটি হার্ট’-খ্যাত অভিনেত্রী।
Angelina Jolie with Kids
সন্তানদের সঙ্গে অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। ছবি: সংগৃহীত

কদিন থেকে পশ্চিমের সংবাদমাধ্যমে বেশ চাউর হচ্ছে খবরটি। তা হলো: আবারও ‘বিয়ের’ প্রস্তুতি নিচ্ছেন হলিউডের শীর্ষ অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। কোন কোন মিডিয়ায় খবর আসে অভিনেতা ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদের পর ‘নতুন প্রেমিকের’ সঙ্গে সময় কাটাচ্ছেন ‘অ্যা মাইটি হার্ট’-খ্যাত অভিনেত্রী।

ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বহুল প্রচারিত বিনোদন পত্রিকা ‘ই’-এর অনলাইনে প্রকাশিত খবরে গতকাল (২৮ মার্চ) বলা হয়, “অ্যাঞ্জেলিনা জোলি তাঁর সন্তানদের প্রতিই বেশি মনোযোগী। বাইরে কারো সঙ্গে তিনি সময় কাটাচ্ছেন না।”

“কোনো ব্যক্তির সঙ্গে জোলির দেখা করার কোনো কারণও নেই। তাই কারো সঙ্গে সময় কাটানোর বিষয়টি অবান্তর,” যোগ করে পত্রিকাটি।

সাবেক দম্পতি অ্যাঞ্জেলিনা জোলি এবং ব্র্যাড পিটের পরিবারে ছয় সন্তান রয়েছে। গত কয়েক মাস থেকে তাদেরকে নিয়েই জোলি বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। কেননা, বিচ্ছেদের পর সন্তানদের দেখভালের দায়িত্ব পান মা আর মাঝে মাঝে দেখা করার দায়িত্ব পেয়েছেন বাবা।

এদিকে, ‘ই’ ম্যাগাজিন আরও জানায়, “যে কোনো সময়ের তুলনায় ব্র্যাড পিট এখন বেশি সুখী ও সুন্দর সময় কাটাচ্ছেন।”

Comments

The Daily Star  | English

A loud scream, followed by complete silence

The teep was still visible on Labib's head. His innocent life was lost over a trivial matter

56m ago