শাহরিয়ার নাফীসের ব্যাটে ম্লান আশরাফুলের সেঞ্চুরি

লিগের চার নম্বর সেঞ্চুরি পেয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। কিন্তু দিনশেষে তার হাসার উপায় রইল না। শাহরিয়ার নাফীসের সেঞ্চুরিতে আড়ালে পড়ে গেছেন তিনি। ইতিমধ্যে প্রথম বিভাগ রেলিগেটেড হয়ে যাওয়া কলাবাগান ক্রীড়া চক্রকে হারিয়ে অবনমন ঠেকানোর আশা বাঁচিয়ে রাখল অগ্রণী ব্যাংক।
সেঞ্চুরি করেও দলকে জেতাতে পারেননি আশরাফুল

লিগের চার নম্বর সেঞ্চুরি পেয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। কিন্তু দিনশেষে তার হাসার উপায় রইল না। শাহরিয়ার নাফীসের সেঞ্চুরিতে আড়ালে পড়ে গেছেন তিনি। ইতিমধ্যে প্রথম বিভাগ রেলিগেটেড হয়ে যাওয়া কলাবাগান ক্রীড়া চক্রকে হারিয়ে অবনমন ঠেকানোর আশা বাঁচিয়ে রাখল অগ্রণী ব্যাংক।

বৃহস্পতিবার বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের রেলিগেশন লিগের প্রথম ম্যাচে ৬ উইকেটে জিতেছে অগ্রণী ব্যাংক। আশরাফুলের সেঞ্চুরিতে কলাবাগানের দেওয়া ২৪৭ রানের লক্ষ্য ২৫ বল হাতে রেখে পেরিয়ে গেছে তারা।

প্রাথমিক পর্বে দুদলের দেখাতেও আলো ছড়িয়েছিলেন এই দুই ব্যাটসম্যান। ৯৯ রান করে কাটা পড়েছিলেন নাফীস। হার না মানা ১০২ করে দলকে ম্যাচ জিতিয়েছিলেন আশরাফুল। এবার দুজনেই পেলেন সেঞ্চুরি। তবে জয়ী দলে নাফীস।

টস জিতে আগে ব্যাট করতে নেমে ৩৬ রানেই ৩ উইকেট হারায় কলাবাগান। পরে ১৬৩ রানের জুটিতে দলকে এগিয়ে নেন আশরাফুল ও তাইবুর রহমান। ১০ বাউন্ডারিতে ১১৭ বলে ৮২ করেন তাইবুর। তাইবুরকে ফিরিয়ে তাদের এই জুটি ভাঙ্গেন অনিয়মিত বোলার সৌম্য সরকার।

লিগে চতুর্থ সেঞ্চুরি করা আশরাফুল আর আউট হননি। অপরাজিত ১০৩ রানের ইনিংসে বল খেয়েছেন ১৩৭টি। যাতে ৮ বাউন্ডারি আর দুই ছক্কার মার রয়েছে। ৪৬ রানে ২ উইকেট নিয়ে সৌম্যই অগ্রণী ব্যাংকের সেরা বোলার।

রান তাড়ায় সফল হয়নি অগ্রণীর জুটিও। চার ছক্কায় ঝড়ো ২৪ করে ফেরেন সৌম্য সরকার। দ্বিতীয় উইকেটে সালমান হোসেনের সঙ্গে জুটিতে সব বিপদ কাটান নাফীস। ১৪২ বলে ১০৯ রানের ইনিংসে জয় নিশ্চিত করেন অগ্রণী ব্যাংকের।

কলাবাগানকে হারিয়ে  ১১ ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিল অগ্রণী ব্যাংক। রেলিগেশন নিশ্চিত হয়ে যাওয়া কলাবাগানের ঝুলিতে আছে মাত্র ৪ পয়েন্ট। রেলিগেশন লিগের আরেক দল ব্রাদার্স ইউনিয়ন আছে ৮ পয়েন্ট নিয়ে। মূলত ব্রাদার্স-অগ্রণী ব্যাংকের ম্যাচেই নির্ধারিত হচ্ছে কে ঠেকাতে পারছে অবনমন।

Comments