কালবৈশাখীতে প্রাণ গেল ৭ জনের
দেশের বিভিন্ন এলাকায় শুক্রবার কালবৈশাখী ঝড় হয়েছে। এতে দিনাজপুর, রংপুর, সিলেট মাগুরা ও যশোরে এক শিশু ও নারীসহ সাত জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিকালের দিকে রাজধানীর ওপর দিয়েও ঝোড়ো হাওয়া বয়ে যায়।
কালবৈশাখীর সাথে শিলাবৃষ্টি ও ভারি বর্ষণে অনেক এলাকায় ফসল ও ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। উত্তরের বেশ কিছু এলাকায় আম ও লিচুর বাগানও ক্ষতিগ্রস্ত হয়েছে।
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় শিলাবৃষ্টিতে আহত হয়ে সৈয়দ আলী (৫৫) নামের একজনের মৃত্যু হয়েছে। দুপুর সারে ১২টার দিকে মাথায় শিলা লেগে তিনি আহত হয়েছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আহত হওয়ার ঘণ্টাখানেক পর পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মারা যান। শিলাবৃষ্টিতে সেখানে আরও ২০ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
গাইবান্ধার বদরগঞ্জ উপজেলায় কালবৈশাখীতে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন মারা গেছেন বলে পুলিশ জানিয়েছে। তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
সিলেটের ওসমানী নগর উপজেলায় একটি দেড় বছরের শিশু ও সাবিয়া বেগম (৪৫) নামের একজন নিহত হয়েছেন। ওসমানী নগর থানার ওসি মোহাম্মদ শহীদুল্লাহ জানান, ঝড়ে উড়ে আসা একটি ঢেউটিন সাবিয়ার গলায় লাগলে তিনি মারা যান।
ওসমানী নগরে ঝড়ের সময় উমারপুর ইউনিয়ন পরিষদের সদস্য আকুল মিয়া পুকুরে পড়ে ডুবে মারা যান। সিলেটের বেশিরভাগ উপজেলাতেই গতকাল কালবৈশাখী আঘাত করেছে। এর মধ্যে ওসমানী নগরে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
সিলেটের বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামের পাশের একটি মসজিদের টিন উড়ে গিয়ে পাঁচ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন সিটি করপোরেশনের কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামিম।
গতকাল বিকালে মাগুরার সদর উপজেলায় কৃষি কাজ করার সময় শিলাবৃষ্টিতে আকরাম হোসেন (৩৫) নামের একজন আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
যশোরের অভয়নগরে ছিঁড়ে যাওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে লাইজুল ইসলাম নামের এক কিশোর মারা গেছেন। অভয়নগর থানার ওসি আনিসুর রহমান এই কথা জানিয়েছেন।
দিনাজপুরের সদর, বীরগঞ্জ, পার্বতীপুর ও নবাবগঞ্জে গতকাল কালবৈশাখী বয়ে গেছে। রংপুরের বদরগঞ্জ, গঙ্গাচরা ও পীরগঞ্জে কালবৈশাখী হয়েছে। ঝড়ে এসব এলাকায় টিনের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও পঞ্চগড়, ঠাকুরগাঁও ও লালমনিরহাটে বিভিন্ন এলাকায় কালবৈশাখী ও ভারি বৃষ্টিতে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে।
Comments