‘মডেল’ হলেন মম
আজ (১ এপ্রিল) প্রকাশিত হতে যাচ্ছে মিনার রহমানের মিউজিক ভিডিও ‘বাড়াবাড়ি’। গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে সন্ধ্যায় প্রকাশ করা হবে গানটি।
মিউজিক ভিডিওটিতে মডেল হিসেবে রয়েছেন জাকিয়া বারী মম। সঙ্গে রয়েছেন কলকাতার রাজদীপ গুপ্ত। এবারই প্রথম কোন মিউজিক ভিডিওতে কাজ করলেন এই অভিনেত্রী।
মম দ্য ডেইলি স্টার অনলাইকে বলেন, “এই গান এবং ভিডিওর গল্পটি আমার খুব ভালো লেগেছে, তাই কাজটি করেছি। শুটিংয়ের অভিজ্ঞতাও চমৎকার। কাজটি সবাই গ্রহণ করবেন বলেই আমার বিশ্বাস।”
মিনার দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “আমার অনেক প্রিয় একটি গান ‘বাড়াবাড়ি’। এর ভিডিওতে মডেল হয়েছেন মম। তিনি খুব যত্ন নিয়ে কাজটি করেছেন। আশা করি, শ্রোতারা নতুন কিছু পাবেন।
‘বাড়াবাড়ি’ গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সংগীত পরিচালনায় রয়েছেন মিনার নিজেই। গানের ভিডিওটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু।
Comments