অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শিক্ষার্থী নিহত
অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় তিন জন বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন বলে দেশটির একটি সংবাদ মাধ্যমের খবরে জানানো হয়েছে। খবরে বলা হয়, অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটোরির কাকাডু ন্যাশনাল পার্কে ওই দুর্ঘটনায় আরও চার জন বাংলাদেশি আহত হয়েছেন।
এবিসি নিউজ জানায়, শনিবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে কোয়িন্ডা লজ থেকে ছয় কিলোমিটার উত্তরে কাকাডু হাইওয়েতে গাড়ি দুর্ঘটনা হয়। গাড়িটিতে মোট সাত জন ছিলেন। মাস খানেক আগেও ওই এলাকায় আরেকটি সড়ক দুর্ঘটনায় একজন বাংলাদেশি নিহত হয়েছিলেন।
ধারণা করা হচ্ছে নিহতদের মধ্যে দুজন নারী। দুর্ঘটনার কারণ হিসেবে ড্রাইভারের অদক্ষতাকেই প্রাথমিকভাবে দায়ী করছে পুলিশ।
আহত চার জনকে বিকাল ৫টার কিছু আগে কেয়ারফ্লাইটের এয়ার এম্বুলেন্সে করে ডারউইনে পাঠানো হয়। সেখানে তাদের রয়্যাল ডারউইন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাক্তাররা জানিয়েছেন, আহতদের অবস্থা স্থিতিশীল রয়েছে।
হাসপাতালের একজন মুখপাত্র এবিসি নিউজকে বলেন, আহত দুজনের অঙ্গহানির আশঙ্কা রয়েছে। আরেকজনের মাথায় গুরুতর জখম রয়েছে।
Comments