সিআরআর কমিয়ে সাড়ে ৫ শতাংশ করল সরকার

Taka

দেশে ব্যাংকগুলোতে চলমান তারল্য সঙ্কট নিরসনে সরকার নগদ জমা সংরক্ষণ (সিআরআর) এর হার ১ শতাংশ কমিয়ে ৫.৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে।

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আজ (১ এপ্রিল) রাজধানীর সোনারগাঁও হোটেলে ব্যাংকগুলোর পরিচালক, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকারস বাংলাদেশ এর সঙ্গে বৈঠকের পর এ কথা জানান।

তাঁর মতে, এই ব্যবস্থা দ্রুত ব্যাংকগুলোর তারল্য সঙ্কট কমাতে সাহায্য করবে। সেই সঙ্গে মুদ্রাস্ফীতিও বাড়াবে না। ঋণের সুদের হার এক অঙ্কে নেমে আসবে বলেও তিনি দাবি করেন।

বৈঠকে ব্যাংক মালিকরা বিদ্যমান সিআরআর ৬.৫ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশে আনার দাবি করেছিলেন।

কেন্দ্রীয় ব্যাংকের কাছে দেশের সব ব্যাংককে একটি নির্দিষ্ট হারে টাকা জমা রাখতে হয়। একে ‘নগদ অর্থ জমা রাখার হার’ বা সিআরআর বলা হয়।

ব্যাংকগুলোর তারল্য সঙ্কট মোকাবেলায় সহায়তা করতে গত ৩০ মার্চ সরকারি প্রতিষ্ঠানের অর্থ জমা রাখার নীতিমালায় পরিবর্তন আনা হয়। এই সিদ্ধান্তের আগে সরকারি প্রতিষ্ঠানগুলো তাদের অর্থের সর্বোচ্চ ২৫ শতাংশ বেসরকারি ব্যাংকে জমা রাখতে পারতো। নতুন সিদ্ধান্তে ৫০ শতাংশ পর্যন্ত অর্থ বেসরকারি ব্যাংকে রাখার অনুমোদন দেওয়া হয়।

বৈঠকে বেসরকারি ব্যাংকের মালিক নজরুল ইসলাম মজুমদার, সালমান এফ রহমান, এইচবিএম ইকবাল, নূরুল ফজল বুলবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে, অর্থমন্ত্রী জনতা ব্যাংকের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সেখানে তিনি বলেন যে ব্যাংকগুলোর আমানতের ওপর সুদের হার আগামী এক মাসের মধ্যে কমিয়ে এক অঙ্কে নিয়ে আসা হবে।

Comments

The Daily Star  | English

Bangladesh women retain SAFF glory

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

41m ago