প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড চায় টিআইবি
পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড দেওয়ার আগের আইনটিকেই ফিরিয়ে আনার দাবি তুলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
প্রশ্নপত্র ফাঁসের একের পর এক ঘটনা বন্ধ করতে দুর্নীতি বিরোধী এই সংস্থার নয় দফা সুপারিশের অংশ হিসেবে এই দাবি জানানো হয়।
আজ (১ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে টিআইবি আয়োজিত মানববন্ধনে এই সুপারিশমালা তুলে ধরা হয়।
মানববন্ধনে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাবলিক পরীক্ষাগুলোতে অনিয়মের জন্যে ১০ বছর কারাদণ্ড দেওয়া যে বিধান পাবলিক এক্সামিনেশনস অফেন্সেস অ্যাক্ট-এ ছিল তা ফিরিয়ে আনার সুপারিশও করা হয়।
শিক্ষকদের কোচিং ব্যবসা বন্ধ করতে ২০১২ সালের আইনে যে অস্বচ্ছতা রয়েছে তা দূর করার জন্যেও সংস্থাটির পক্ষ থেকে সরকারের কাছে আবেদন জানানো হয়।
প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে শিক্ষকরা যাতে জড়িয়ে না পড়েন সে জন্যে তাদের বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়ানোর পক্ষেও মত দেয় টিআইবি।
Comments