বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুকে ব্যথা অনুভব করায় আজ (২ এপ্রিল) সকালে তাঁকে দ্রুত রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের একজন সদস্য শামসুদ্দিন দিদার দ্য ডেইলি স্টারকে বলেন, মির্জা ফখরুলকে ইউনাইটড হসপিটালে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
তিনি জানান, সকাল ১০টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বুকে হাল্কা ব্যথা অনুভব করেন এবং ভীষণভাবে ঘামছিলেন।
Comments