পৃথিবীতে ভেঙে পড়ল চীনের মহাকাশ স্টেশন
চীনের অকেজো হয়ে যাওয়া স্পেস স্টেশন তিয়ানগং-১ মহাকাশ থেকে পৃথিবীতে ভেঙে পড়েছে। তবে পৃথিবীর ভূভাগের কোথাও আছড়ে পড়েনি এটি। বায়ুমণ্ডলে ঢোকার পর পরই এর বেশিরভাগ অংশ পুড়ে ছাই হয়ে যায়।
চীনের রাষ্ট্রীয় মহাকাশ গবেষণা কর্তৃপক্ষ আজ তিয়ানগং-১ এর বিধ্বস্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছে। তারা জানায়, স্থানীয় সময় সকাল সোয়া ৮টায় মধ্য প্রশান্ত মহাসাগরের আকাশে প্রবেশের পর মহাকাশ স্টেশনটি ছাই হয়ে যায়। নিজেদের ওয়েবসাইটে খবরটি প্রকাশ করলেও এর অবশিষ্ট অংশ পৃথিবীর কোথায় পড়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
তবে এর আগে চীনা কর্তৃপক্ষ বলেছিল, দক্ষিণ আটলান্টিকের পাশে ব্রাজিলের সাও পাওলো ও রিওডি জেনিরো শহরের দিক থেকে এটি পৃথিবীতে প্রবেশ করতে পারে।
পৃথিবীর কক্ষপথে পাঠানো সব বস্তুর গতিপথের দিকে নজর রাখে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর ১৮তম স্পেস কনট্রোল স্কোয়াড্রন। তারাও এক বিবৃতিতে বলেছে, মহাকাশ স্টেশনটি প্রশান্ত মহাসাগরের ওপর পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকেছে।
মহাকাশ থেকে কোনো বস্তু প্রবল গতিতে পৃথিবীর দিকে আসার সময় বায়ুমণ্ডলের সঙ্গে এর সংঘর্ষ হয়। এর ফলে প্রবল তাপ তৈরি হয়। এ কারণে অধিকাংশ উল্কাপিণ্ড পৃথিবীতে পৌঁছানোর আগেই ছাই হয়ে যায়। তিয়ানগং-১ এর ক্ষেত্রেও এই ঘটনাটিই ঘটেছে।
Comments