মুখোমুখি অমিতাভ বচ্চন, জন আব্রাহাম

Amitabh Bachchan and John Abraham
‘১০২ নট আউট’ এ অমিতাভ বচ্চন এবং ‘পরমাণু: দ্য স্টোরি অব পোখরান’ এ জন আব্রাহাম। ছবি: সংগৃহীত

আগামী ৪ মে দর্শকদের মুখোমুখি হচ্ছেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন এবং অন্যতম জনপ্রিয় তারকা জন আব্রাহাম।

তবে তাঁদের এই মুখোমুখি হওয়ার ঘটনাটি ঘটবে প্রেক্ষাগৃহের বড় পর্দায়। কেননা, একই দিনে মুক্তি পেতে যাচ্ছে ১৯৯৮ সালে ভারতের পোখরানে পরমাণু বোমা পরীক্ষার কাহিনী নিয়ে তৈরি ‘পরমাণু: দ্য স্টোরি অব পোখরান’ এবং বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন ও ঋষি কাপুর অভিনীত কমেডি ‘১০২ নট আউট’।

‘পরমাণু’ চলচ্চিত্রটি গত বছরের ৮ ডিসেম্বর মুক্তি দেওয়ার কথা ছিল। ডিসেম্বরে সঞ্জয় লীলা বানশালির ‘পদ্মাবত’-এর সঙ্গে সংঘাত এড়াতে সেই তারিখ পিছিয়ে চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি করা হয়। কিন্তু, এরপরও পেছানো হয় এর মুক্তির তারিখ।

আগামী ৬ এপ্রিল ‘পরমাণু’-র মুক্তি পাওয়ার কথা থাকলেও ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জন আব্রাহাম এন্টারটেনমেন্ট-এর পক্ষ থেকে সম্প্রতি এক বার্তায় বলা হয় ‘পোখরানে পরমাণু পরীক্ষার ২০ বছর পূর্তি উপলক্ষে’ আগামী ৪ মে মুক্তি পাচ্ছে তাদের ছবিটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “আমরা এই চলচ্চিত্রটি নিয়ে বেশ গর্বিত। আগামী ৪ মে দর্শকদের সামনে নিয়ে আসা হচ্ছে এটি।”

এদিকে, সৌম্য জোশির গুজরাটি নাটকের ওপর ভিত্তি করে পরিচালক উমেশ শুক্লার ‘১০২ নট আউট’-এর মুক্তির তারিখ ৪ মে আগে থেকেই ঘোষণা করা হয়েছিল।

তাই, একই দিনে ‘পরমাণু’ মুক্তির ঘোষণা দেওয়ায় বক্স অফিসে মুখোমুখি হতে হচ্ছে অমিতাভ বচ্চন এবং জন আব্রাহামকে।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

Comments

The Daily Star  | English

Bangladesh women retain SAFF glory

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

41m ago