হ্যাকারদের কবলে শাবিপ্রবির ওয়েবসাইট
হ্যাকারদের কবলে পড়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট। হ্যাক হওয়ার পর আজ সকাল থেকে ওয়েবসাইটটির সার্ভার বন্ধ রেখেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শাবিপ্রবির তথ্যপ্রযুক্তি কর্মকর্তা খাইরুল আক্তার চৌধুরী সকালে দ্য ডেইলি স্টারকে বলেন, গত রাতে হ্যাকাররা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের নিয়ন্ত্রণ নেয়।
হ্যাক করে দাবা খেলার গুটির ছবি দিয়ে রাখা হয়। ছবির ওপর যে কথা লেখা হয় বাংলায় তার অর্থ দাঁড়ায় ‘হে শাবিপ্রবি! দুর্গ গড়ে তোল? তোমরা নিরাপদ নও। আমাকে মনে রেখ, আমি তোমাদের ওয়েবসাইট হ্যাক করেছিলাম। এসডব্লিউই ২০১৭-১৮।’
গত কয়েক বছরে তিন বার হ্যাকারদের কবলে পড়েছিল শাবিপ্রবির ওয়েবসাইট। ২০১৪ সালের ২৬ নভেম্বর, ২০১৫ সালের ২৫ আগস্ট ও ২৭ আগস্ট ওয়েবসাইটটি হ্যাক করা হয়েছিল।
Comments