দুশ্চিন্তায় মাহিয়া মাহি!
একেবারে হঠাৎ করেই মুক্তি পেতে যাচ্ছে মাহিয়া মাহি আর বাপ্পী অভিনীত ছবি ‘পলকে পলকে তোমাকে চাই’। কোনরকম পূর্ব ঘোষণা ছিলো না এ নিয়ে।
গত ২ এপ্রিল সেন্সর ছাড়পত্র পায় পরিচালক শাহনেওয়াজ শানুর এই ছবিটি। ছাড়পত্র হাতে পেয়েই পরিচালক এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যায়।
শাহনেওয়াজ শানু দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “এখন যদি ‘পলকে পলকে তোমকে চাই’ মুক্তি না দেই তাহলে আগামী ঈদ ছাড়া আর সম্ভব হবে না। এর জন্য তিন মাস অপেক্ষা করতে হবে। প্রযোজকের পক্ষে এতোদিন অপেক্ষা করা সম্ভব নয়।”
“তবে চার দিনের সিদ্ধান্তে ছবিটির মুক্তি নিয়ে শঙ্কিত নই আমরা,” যোগ করেন পরিচালক।
মাহি মাহি দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “আমার মুক্তি পাওয়া কোন ছবি কোনদিন এতো তাড়াহুড়োর মধ্যে মুক্তি পায়নি। তবে, ছবির গল্প-কাহিনী দারুণ।”
কিন্তু, পরিচালক হঠাৎ করেই কেন এতো দ্রুত ছবিটি মুক্তির সিদ্ধান্ত নিলেন তা নিয়ে মাহি একটু চিন্তায় আছেন বলেও উল্লেখ করেন।
এরই মধ্যে ৮০টির বেশি প্রেক্ষাগৃহে বুকিং দেওয়া হয়েছে ছবিটির জন্যে। এর সংখ্যা আরও বাড়বে বলেও জানিয়েছেন পরিচালক।
এদিকে, একইদিনে মুক্তি পাচ্ছে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত আলোচিত ছবি ‘স্বপ্নজাল’।
Comments